নানিয়ারচরে ভূমি বিরোধের যেরে পূর্বের ভাঙ্গা ঘরে আগুন দিল দুর্বৃত্তরা
।।নানিয়ারচর প্রতিনিধি।।
রাঙামাটির নানিয়ারচর উপজেলার দোসরপাড়া ১৭ মাইল এলাকায় ভূমি বিরোধের জেরে পূর্বের ভাঙ্গা ঘরে আগুন দিয়েছে দুর্বিত্তরা।
বৃহস্পতিবার (০১লা এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ২নং নানিয়ারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দোসর পাড়ার ১৭ মাইল এলাকায় ভূমি বিরোধে মামলাধীন জমিতে মোঃ হাফিজ নামে এক পরিবারের (পুর্বে পাহাড়ি কর্তৃক ভাঙ্গা) ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বিত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন, নানিয়ারচর জোন (১০ বীর) উপ-অধিনায়ক মেজর এস.এম রুবাইত হোসাইন (পিএসসি), উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন এবং সেনাবাহিনী ও পুলিশের সঙ্গীয় ফোর্স।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িঘাট ১নং ওয়ার্ড বগাছড়ির হাবিবুর রহমান ও দোসরপাড়া এলাকার ধনঞ্জয় চাকমার মধ্যকার বিরোধী জমিতে এক বছর পূর্বে বিরোধের জেরে দুর্বিত্ত কর্তৃক ঘর ভাংচুরের ঘটনা ঘটে। পরে প্রশাসন থেকে মামলা সুরাহা না হওয়া পর্যন্ত কেউ সেখানে কোন প্রকার স্থাপনা নির্মানে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু বৃহস্পতিবার আগুনের ঘটনা আবারও স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে।
এঘটনায় উপজেলা প্রশাসন ও জোন থেকে সকলকে পূর্বের অবস্থায় থাকতে এবং বিরোধপূর্ণ এই জমিতে কোন প্রকার স্থাপনা বা বসত নির্মাণ করতে নিষেধ করা হয়।
এই ব্যাপারে সেনা জোন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বছর নির্মাণাধীন ঘর ভাংচুরের ঘটনায় তাদের উভয়কে মামলা নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। মামলা চলমান অবস্থায় কে বা কারা আজ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় আগামী সোমবার স্থানীয়ভাবে বসে মিমাংসা করার কথাও জানায় সূত্রটি। এলাকায় এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
Leave a Reply