নিলফামারী জেলা আ’লীগের আবারো সদস্য নির্বাচিত হলেন ডোমারের কৃতি সন্তান এনায়েত হোসেন নয়ন
মোঃ মোস্তাফিজুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধিঃ “এনায়েত হোসেন নয়ন” নামটি ডোমার উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মি এবং সাধারন জনগনের কাছে একজন ত্যাগী, কর্মিবান্ধব ও বলিষ্ঠ নেতা হিসাবে পরিচিত। গত ২৭ডিসেম্বর আ’লীগের সাধারন সম্পাদক, সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে জানাজায় ডোমারের কৃতি সন্তান ও রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া বারবার নির্বাচিত ডোমার পৌরসভার কমিশনার, বর্তমানে প্যানেল মেয়র ও উপজেলা আ’লীগের সহ সভাপতি এনায়েত হোসেন নয়নকে পুনরায় নিলফামারী জেলা আ’লীগের সদস্য নির্বাচিত করা হয়েছে। এই বলিষ্ঠ নেতার বিষয়ে জানতে চাইলে পৌরসভার ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, এনায়েত হোসেন নয়ন ডোমারের রাজনৈতিক অঙ্গনে একজন নিপিড়িত ও নির্যাতিত নেতা হিসাবে পরিচিত। তিনি ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন এবং ১৯৮৭শালে উপজেলা যুবলীগের আহবায়ক থাকাকালীন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ব্যাপক পুলিশি নির্যাতন ও হামলা, মামলার শিকার হয়েছিলেন। এরপর ১৯৯৪শালে খালেদা সরকারের সময় কৃষকদের সার না পাওয়া ও হয়রানির বিরুদ্ধে রাজপথের আন্দোলনে থাকার অপরাধে তাকে আক্রোশমুলক মামলায় ফাঁসানো হয়।
বঙ্গবন্ধুর আদর্শের এই নিবেদিত প্রান ১৯৯৬ শালে তত্তাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে ডোমারের রাজপথে থেকে নিজেকে জনগনের নেতায় প্রতিষ্ঠিত করেন। তারপর উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক নির্বাচিত হয়ে দীর্ঘ সময় দলকে নেত্রীত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়েছেন। এনায়েত হোসেন নয়ন সম্পর্কে জানতে চাইলে ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আনিছুর রহমান মানিক জানান, এনায়েত হোসেন নয়ন ত্যাগী, কর্মিবান্ধব ও রাজপথে থাকা নেতা। পাশাপাশি তিনি জনগনের সেবায়ও নিজেকে সবসময় সচেষ্ট রাখেন। গত প্রায় ৩৫ বছর থেকে বহু আন্দোলন সংগ্রামে তাকে সামনে থেকে নেত্রীত্ব দিতে দেখছি। তিনি আবারো নিলফামারী জেলা আ’লীগের নেতা নির্বাচিত হয়েছেন জেনে ভালো লাগছে, কারন ত্যাগীদের মুল্যায়ন হওয়া উচিত।
এ বিষয়ে এনায়েত হোসেন নয়ন বলেন, আমাকে আবারো সম্মানিত করায় ধন্যবাদ জানাই আমাদের অভিভাবক, সাবেক সংস্কৃতি মন্ত্রী মাননীয় এম,পি আসাদুজ্জামান নুর, জেলা আ’লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাঃ সম্পাদক এ্যাড মমতাজুল হক, ডোমার উপজেলা আ’লীগ সহ সর্বস্তরের জনগন ও আমার সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনাকে।
সেইসঙ্গে তিনি সকলের দোয়া চেয়েছেন, যেন আগামীতে আরো বড় পরিসরে ডোমারের মানুষকে নেত্রীত্ব দিতে পারেন।
Leave a Reply