1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
নিহতদের বাবা ও স্ত্রীকে চাকুরীর আশ্বাস রেলপথ মন্ত্রীর - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
ad

নিহতদের বাবা ও স্ত্রীকে চাকুরীর আশ্বাস রেলপথ মন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩০৮ Time View

নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিন শিশুর বাবা রেজওয়ান হোসেন ও নিহত সাহসী যুবক শামীম হোসেনের স্ত্রী সুমাইয়া আকতারকে চাকুরীর আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
এ সময় তিনি রেজওয়ানের কাছে ৫০হাজার টাকা এবং শামীমের স্ত্রী সুমাইয়া আখতারের নিকট ২০হাজার টাকা তুলে দেন।
এরআগে দুুপুর একটার দিকে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়াস্থ বউবাজার পৌঁছে দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন মন্ত্রী।
পরে বউবাজারে শোক সভায় বক্তৃতা কালে মন্ত্রী বলেন, যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তাদের পরিবারকে আমি কিছুই দিতে পারবো না, সমবেদনা ছাড়া। যেন তারা শোক কাটিয়ে উঠতে পারেন।
এ সময় নিহত তিন শিশুর বাবা রেজওয়ান ও সাহসি যুবক শামীমের স্ত্রী সুমাইয়া আকতারকে রেলে চাকুরীর আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, নতুন যেসব রেলপথ হচ্ছে সেখানে আন্ডারপাস ওভারপাস করতেছি কিন্তু যেগুলো পুরোনো সেগুলোতে সম্ভব নয়। এ কারণে গ্রামে গ্রামে রেললাইনের যে এলাকায় ক্রসিং দরকার সেগুলো স্থানীয় সরকার মন্ত্রনালয় করবে এ নিয়ে স্থানীয় সরকারের সাথে আমরা কথা বলছি।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে রেজওয়ানের পরিবারকে ২৫হাজার এবং শামীমের পরিবারকে ২০হাজার টাকার চেক দেয়া হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বক্তব্য দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান উপস্থিত ছিলেন এসময়।
প্রসঙ্গত আট ডিসেম্বর ট্রেন দুর্ঘটনায় রেজওয়ানের তিন সন্তান লিমা আকতার, শিমু আকতার ও মোমিনুর রহমান এবং তাদের বাঁচাতে গিয়ে শামীম হোসেন নামে এক যুবক মারা যায়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি