নীলফামারীতে নিখোঁজের একদিন পর শিশু শাহরিয়ার শিহাবের গলাকাটা মরদেহ উদ্ধার
নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় নিখোঁজের একদিন পর শিশু শাহরিয়ার শিহাবের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের বাইপাস সড়কের সরকারের মোড় এলাকার একটি ধানখেত ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগেরদিন শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ধানখেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় শিহাব। পরে আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পাওয়া পরেরদিন রবিবার সকালে সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা এরশাদুল। শিহাব নীলফামারী ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় টিভি মেকানিক হোসেন আলী তাঁর জমিতে পানি দেওয়ার সময় মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে শিহাবের চাচা গিয়ে গলাকাটা মরদেহটি টেনে তুলে ধানক্ষেতে। স্থানীয়রা তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে রাত ১১ টায় শিহাবের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। শাহরিয়ার শিহাব তেলিপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে। সে নীলফামারী ক্যাডেট একাডেমীর ৫ম শ্রেণীর শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় দাদার সাথে বাজারে গিয়ে নাস্তা শেষে বাড়িতে ফিরে শিহাব। পরে বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্পের ঘরে আলো জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে শত খোজাখুজির পরে দেখা মেলেনি শিহাবের। এঘটানায় শিহাবের বাবা সন্তান নিখোঁজের একটি ডায়রিও করেছিলেন সদর থানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুক্তারুল আলম। তিনি বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। শিশুটির গলা কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে।
Leave a Reply