1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
পাইকগাছা পৌরসভা নির্বাচন প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা - dainikbijoyerbani.com
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
ad

পাইকগাছা পৌরসভা নির্বাচন প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৬০২ Time View

পাইকগাছা পৌরসভা নির্বাচন প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

খুলনা জেলা প্রতিনিধি : খুলনা পাইকগাছা পৌরসভায় আগামি ৩০ শে জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ ও কমিউনিষ্ট পার্টি দুই মেয়র প্রার্থী-সহ সব কাউন্সিলররা গণসংযোগে ব্যস্ত সময় পার করছে। ভোটারদের মন জয়ের জন্য কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এ প্রচারণা আর গণসংযোগ। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন জনাব মোঃ সেলিম জাহাঙ্গীর আর কমিউনিস্ট পার্টির প্রার্থী হচ্ছেন এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডল। ১৯৯৮ সালে ১লা ফেব্রুয়ারি পৌরবাসির সেবার মান উন্নয়নের লক্ষে পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পাইকগাছা পৌরসভার বর্তমান আয়তন ২দশমিক ৫২বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ২১ হাজার। পৌরসভার ১৯/১২/২০২০ তারিখ পর্যন্ত হালনাগাদকৃত মোট ভোটার সংখ্যা ১৪হাজার ৪শত ৩১জন। এর মধ্যে পুরুষ ৭হাজার ৭শত ৩ জন এবং নারী ৭হাজার ৩শত ৫৮জন। নির্বাচনে কেন্দ্র ৯টি এবং বুথ ৪৩ টি। পাইকগাছা পৌর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে নির্বাচনী প্রচারণা আর গণসংযোগে এগিয়ে রয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ সেলিম জাহাঙ্গীর আর তার কর্মী বাহিনী। তারা বিভিন্নভাবে ভোটারদের মনজয়ের চেষ্টা করে যাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ দলের সব সহযোগী সংগঠনের নেতা কর্মীদের দেখা গেছে প্রচারণায়। অন্যদিকে কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থীর পক্ষে লিফলেট বিতারণ ছাড়া জোড়েশোড়ে তেমন প্রচারণা দেখা যায়নি কেবল বিকালের পর থেকে মাইকিং ছাড়া। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কেন্দ্রের সিদ্ধান্তে মেয়র প্রার্থী দিতে হবে শুধু সে জন্যই এখানে মেয়র প্রার্থী দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মোঃ কামালউদ্দীন আহমেদ জানান, পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দু’জন, ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তিনটি পদের জন্য মোট মনোনয়ন পত্র দাখিল করেছিলেন ৪৯ জন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে এক জন মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে বাদ পড়েন, তবে আপিল করার সুযোগ থাকলেও তিনি আপিল করেননি। এক নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি নাথাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ দেখানো হয়েছে। তা ছাড়া মেয়র পদে ৩জন মনোনয়ন পত্র জমা দিলেও পত্যাহারের শেষ দিনে বি এনপির প্রার্থী মনিরুজ্জামার মনি পত্যাহার করে নিয়েছেন। বর্তমানে পৌর এলাকা প্রার্থীদের পোস্টারে সয়লাব। দুপুর দুইটার পর থেকে শুরু হয় প্রার্থীদের মাইকিং। উপজেলা রির্টানিং অফিসার কামালউদ্দীন আহমেদ জানান, নির্বাচন কমিশন সচিবালয় ঘোষিত তফসিল অনুযায়ী ৩০শে জানুয়ারি, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা পাইকগাছা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের জন্য প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ ও তাদের প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সব কেন্দ্রে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোবাইল টিম মোতায়েন থাকবে। পাইকগাছা থানার অফিসার ইনচার্স এজাজ শফি জানিয়েছেন, পাইকগাছা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনী সতর্ক অবস্থায় আছে। এ পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তিনি আশা করছেন নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত এ রকমই থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি