শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে ও অনির্বাণের দাতা সদস্য আমেরিকা প্রবাসী সুমন কুমার নাথের অর্থায়নে দিনব্যাপী বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচীতে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ হয়েছে।সেই সঙ্গে বৃক্ষ রোপণের উপকারিতা তুলে ধরে শিক্ষার্থী সহ সকলকে বৃক্ষরোপনে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে। কপোতাক্ষের পাশ দিয়ে প্রায় পাঁচ শত এর উদ্ধে তালের বীজ রোপণ করা হয়েছে।এসময় অন্যান্যেদের মাঝে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী পরিবেশ বন্ধু জনাব গাজী গোলাম মোস্তফা, অধ্যাপক শফিয়ার রহমান,অনির্বাণের সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, অনির্বাণের সহ-সভাপতি উদয় শঙ্কর রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে অনির্বাণ লাইব্রেরীর পক্ষ থেকে জানানো হয়েছে।
Leave a Reply