জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে ২০২০-২০২১ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময় টাকা (কাবিটা), অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)র আওতায় বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন করেন শায়লা ইয়াসমিন।
শুক্রবার (৩ রা সেপ্টেম্বর) বেলা ১০ টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে ২০২০-২০২১ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময় টাকা (কাবিটা), অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)র আওতায় বাস্তবায়িত ফুলবাড়িয়া কালীমন্দির সংস্কার, ফুলবাড়িয়া হরি মন্দিরের প্রাচীর নির্মান, ফুলবাড়িয়া কালী মন্দির সংলগ্ন রাস্তার পাশে পুকুর ধার মাটি দ্বারা সংস্কারসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপ-সচিব শায়লা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসার, ইউনিয়ন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,ইউপি সদস্য আলহাজ্ব গোলাম ফারুক, দফাদার মোঃ নুরুল ইসলাম, মন্দির কমিটির সভাপতি রাম চন্দ্র বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এসময় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ দেখে মুগ্ধ হন এবং ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
Leave a Reply