1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
পেসাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক শামীম আহমেদ"উপর হামলা - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
ad

পেসাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক শামীম আহমেদ”উপর হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৫৩ Time View

পেসাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক শামীম আহমেদ”উপর হামলা

নিজস্ব প্রতিবেদক …

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মর্নিং টাইমের সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ শামিম আহমেদ আহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠন সব নাগরিকের ধর্ম পালনের অধিকার নিশ্চিতের দাবিতে মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

পরে তাৎক্ষণিক এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গত ২৭ মার্চ রাতে তারাবিহ নামাজ আদায়ের সময় গুলশানের সুবাস্তু টাওয়ার সংলগ্ন একটি ইসলামি
সেন্টার থেকে তিনজন হাফেজ, দুইজন নারী ও শিশুসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের গ্রেপ্তারের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও সব নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি।

বিবৃতিতে আরও বলা হয়, আজ (শুক্রবার) বাদ জুমা হাজারো আলেম-উলামার অংশগ্রহণে বাইতুল মোকাররামের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাইটিঙ্গেল মোড়ে পৌঁছালে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ওপর অতর্কিত হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল। এসময় তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি