পোরশা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত।
মোহাম্মদ হোসেন বাবু নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর পোরশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পোরশা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারীত সময়ে ১-১ গোলে ড্র করার পরে ট্রাইবেকারে ঘাটনগর ইউনিয়ন একাদশ ফুটবল দল ২-১ গোলে গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে। সামাজিক দুরুত্ব মেনে দর্শক শুন্য মাঠে খেলা পরিচালনা করেন শফিউর রহমান শিমুল। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও পরাজিত দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এ সময় সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, ঘাটনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রহমান, গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক সহ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply