মোংলা প্রতিনিধিঃ
দেশব্যাপী বিএনপি ও জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সোমবার বিকেলে মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মোংলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী বিএনপি ও জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ এইচ মিলন শিকারী,সাধারণ সম্পাদক ঈদ্রীস আলী, মোংলা উপজেলা শ্রমিক লীগ সহ-সভাপতি মোঃ আবু হানিফ,মোংলা পৌর শ্রমিক লীগ অনিক চৌধুরী, মেহেদী হাসান জনী, সবুজ মন্ডলসহ প্রমুখ।
বক্তারা বলেন”অগ্নীসন্ত্রাসীদের মদদদাতা বিএনপি, ছাত্রদল ও জামাতকে শ্রমিক লীগ এর নেতৃত্বে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। বাংলার মাটিতে দেশের বিরুদ্ধে কর্মকান্ডে এদের কোন ছাড় দেওয়া হবে না। এছাড়াও মোংলা উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ এইচ মিলন শিকারী বলেন” আমার বাবা একজন শ্রমিক ছিলেন। আমরা শ্রমিকের সন্তান। তাই শ্রমিকের দুঃখ কষ্ট অনুভব করতে পারি। মোংলায় শ্রমিক বাদ দিলে কোন মানুষ থাকবে না। যেহেতু এটা বন্দর নগরী শ্রমিকদের বসবাস।
তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। উন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াচ্ছেন। পদ্মাসেতু সহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ঠিক সেই মুহূর্তে বিএনপির ছাত্রদলের গুন্ডারা এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাসী কায়দায় হামলা করছে। এদের এই ষড়যন্ত্র কঠোর হাতে দমন করতে হবে।
Leave a Reply