প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে রহমানীয়া ফাউন্ডেশন’র নগদ অর্থ বিতরণ
আল আমিন আহমেদ নাঈম, সিলেট সদর প্রতিনিধিঃ
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রবাসীদের সহায়তায় গত ৩ মে সোমবার বিকেলে নগরীর পাঠানটুলা গোয়াবাড়ীস্থ মাদ্রাসা মাঠে কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তি, অসহায় ও দুঃস্থ ২ শতাধিক মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও অফিস সম্পাদক আল আমিন আহমেদ নাঈম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
প্রধান বক্তার বক্তব্যে রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের উপদেষ্টা রোটারিয়ান শেখ নুরুল ইসলাম খালেদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিলেট মহানগররের সভাপতি কবি মোসাদ্দিক সাজুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান ফিজিওথেরাপিষ্ট এম.এ কাইয়ুম, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা মোঃ রাব্বি আহমেদ তানভীর, মহানগর ছাত্রলীগ নেতা মাহী, সৌকত, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আলী হোসাইন রাহি, আফজাল হোসেন সুমন, বাপ্পি হোসেন, শায়েক আহমেদ, মিনহাজুর রহমান সামি, শাহরিয়ার রহনান শিশির -সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply