প্রশাসনের নাম ব্যাবহার করে চলছে প্রতারণা
নিজস্ব প্রতিবেদক
দেশের করোনা পরিস্থিতিতে যখন প্রশাসন হিমসিম খাচ্ছে তখন একদল সংঘব্দ প্রতারক চক্র সক্রিয় হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণার জাল বিস্তার করে কখনো বা পুলিশ অফিসার সেজে কখনো বা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় দিয়ে আবার উপজেলা নির্বাহী অফিসার এর মোবাইল নম্বর কোলন করে চাঁদা বাজি করে আসছে সম্প্রতি বেতাগী উপজেলার ১ নং বিবি চিনি ইউনিয়ন পরিষদ এর ৮ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মোঃবাদল খান কে ২৭/৫/২০২১ তারিখে বেলা ১২.৩০ মিনিটের সময় এক ব্যাক্তি ০১৬৬০১৫১৩১১ নাম্বার দিয়ে ফোন করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজে মোঃ বাদল খান মেম্বার বলেন আমি ইউনিয়ন পরিষদ এর কাজে পরিষদে ব্যাস্থছিলাম তখন আমাকে ফোন করে জরুরি ভিত্তিতে ডিসির হাট বাজারে মিষ্টির দোকানদার পরিমেল সাথে কথা বলব আমি তাকে আমার ব্যস্ততার কথা জানাই বলি স্যার ১ ঘন্টা পরে কথা বলিয়ে দিব সে আমাকে ধমক প্রধান করে বলেন আমার কাজ আপনি আগে করে পরে আপনার কাজ করবেন আমি ভয়ে ইউনিয়ন পরিষদ এর কাজ রেখে মোটরসাইকেল যোগে ডিসির হাট বাজার এ পরিমলের মিষ্টির দোকানে গিয়ে আমার মোবাইল দ্বারা কল দিয়ে তাকে কথা বলিয়া দেই সে পরিমলের সাথে কথা বলে পরিমেলর মোবাইল নম্বর নিয়ে পরবর্তিতে পরিমলকে কল করে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় তার দোকানের বিরুদ্ধে অভিযোগ আছে জানান যদি সে আসে তাহলে মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং ৫০/৬০ হাজার টাকা জরিমানা গুনতে হবে আর সে যদি এখন ২০ হাজার টাকা দেয় তাহলে তার লোকের মাধ্যমে একটা রিসিভ কপি দিবে আগামী ১ বছর পর্যন্ত কোন মোবাইল কোর্ট পরিচালনা করবেন না পরিমল এই কথা শুনে দুশ্চিন্তায় পরে যায় তখন এই বিষয় নিয়ে তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন এবং এই বিপদ থেকে বাঁচার জন্য অনেকের শরণাপন্ন হন উক্ত ঘটনা সন্দেহজনক হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সহিত যোগাযোগ করেনএবং এই সমস্ত ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে তাৎক্ষণিক বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মোবাইল নাম্বার দিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।এই দিকে এই ঘটনাকে কেন্দ্র করে মোঃবাদল খান অভিযোগ করে বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমার প্রতিপক্ষের লোকজন আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে আমার জনপ্রিয়তা নষ্ট করার পায়তারা করতেছে তাহার বিগত দিনেও এভাবে অনেক চক্রান্তের ধূম্রজাল সৃষ্টি করে আমাকে জনগণের কাছে দুষ্ট প্রকৃতির লোক বানানো চেষ্টা করে আসছে আল্লাহর রহমতে তা কখনো পারেনি কারন জনগণ আমাকে ভালো বাসে আমি জনগণকে ভালো বাসি বিগত ৫ বছর পর্যন্ত আমি জনগণের সেবক হিসেবে তাদের সুখ দুঃখে পাশে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ কোন গুজবের সুযোগ তৈরি করে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না এই বিষয় ৮ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেসার মানুষের সাথে কথা বলে যানা যায় যে আমাদের মেম্বার কে নিয়ে নানান ভাবে ষড়যন্ত্র চলে আমাদের মেম্বার খুব ভালো মানুষ সে বিগত দিনে কারো কাছে কোন টাকা পয়সা নেয়নি কাউকে বিপদে ফেলে কোন রকম হয়রানি করেনি আমরা তার সেবায় সন্তুষ্ট কোন দুর্নীতির সাথে সে জড়িত নয় তাকে নির্বাচনে হারনোর জন্য একটি মহলের ষড়যন্ত্রের শিকার আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
Leave a Reply