ফিলিস্তিনের জন্য কুলাউড়া থেকে স্বেচ্ছাসেবীদের আর্থিক সহায়তা প্রদান
সেলিম আহমেদ,
কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
পশ্চিমাদের মদদে রক্তের নেশায় মেতে উঠেছিল যে ইসরাইলি হানাদার বাহিনী। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরাইল এবং হামাস। অবসান হলো এক রক্তপিপাসু হায়েনার নৃশংস তাণ্ডব। রক্তাক্ত গাজা ভূখণ্ডে শেষ হলো ইসরাইলের ১১ দিনের ধ্বংসযজ্ঞ। গাজা ভূখণ্ডে প্রায় দুই হাজার হাউজিং ইউনিট, ৭৪টি সরকারি ভবন, ৩টি মজসিদ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এছাড়াও ১৬৮০০ হাউজিং ইউনিট, ৬৬টি স্কুল, ৪০টি মসজিদ আংশিক ধসে গেছে তাদের বোমার আঘাতে। সেখানকার পুলিশ হেড কোয়ার্টারও ধ্বংস হয়ে গেছে। ১৩ তলাবিশিষ্ট আন্তর্জাতিক মিডিয়া ভবনটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। ইন্টারনেট সেবাদানকারী বহুতল ভবনটি বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরাইলি হায়েনারা। গাজা ভূখণ্ডে বিশাল এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে এক লাখ ২০ হাজার মানুষ। অন্যদিকে ২৫৯ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। যাদের ৬৫ জন শিশু, ৩৯ জন নারী এবং ১৭ জন বয়স্ক মানুষ। সমূলে শেষ করে দেওয়া হয়েছে বহু পরিবারকে। আট হাজার লোক আহত হয়েছেন। হাসপাতালগুলো গুঁড়িয়ে দিয়েছে। ইলেকট্রিক পাওয়ার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। যার ফলে সদ্য যুদ্ধ বিরতি হওয়া দেশ ফিলিস্তিন বর্তমানে রয়েছে চরম সংকটে।
ফিলিস্তিনে চলমান সংকট সমাধানে আর্থিক সহায়তা চেয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। রোববার (১৭ মে) রাতে ঢাকার ফিলিস্তিন দূতাবাস তাদের ফেসবুক পোস্টে বাংলাদেশি নাগরিকদের কাছে এ সহযোগিতা কামনা করেছে।
এমন সংবাদ পেয়ে কুলাউড়া উপজেলার প্রত্যাশা সামাজিক সংস্থা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের উদ্যোগে সংগঠনের প্রধান উপদেষ্টা ছাদিকুর রহমান ছাদিক, উপদেষ্টা ফয়জুর রহমান বাদশা, সিনিয়র সদস্য আফজল আহমেদ, হাবিবুর রহমান শুভ ও আসাদুর রহমান সেজান এর সহযোগিতায় এলাকাভিত্তিক আর্থিক সহায়তা সংগ্রহ করে যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশ ফিলিস্তিনের জন্য। এলাকার বিভিন্ন মসজিদ ও বাজারে অর্থ সহায়তা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে তারা ৮ হাজার টাকা সংগ্রহ করে।
অর্থ সহায়তা সংগ্রহ কার্যক্রম শেষ হওয়ার পর ২৩ মে শনিবার তারা বিকাশ এর মাধ্যমে ঢাকার ফিলিস্তিন দূতাবাসের নিকট প্রেরণ করেন।
তাদের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম তানিম, সাধারণ সম্পাদক মোসাদ্দেক অমর, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুর নূর জুবায়ের, অফিস সম্পাদক আশরাফ রাহমান তানভীর, সহ প্রমুখ।
Leave a Reply