ফেনী পৌরসভা নির্বাচনে সবকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ, ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া (ফেনী)প্রতিনিধি :-
ফেনী পৌরসভা নির্বাচনের দিন সবকটি ওয়ার্ডেই একজন করে ম্যাজিষ্ট্রেট নিয়োজিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন থাকবে। আগামী ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌরসভার ১৮টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এখানে ভোটার সংখ্যা ৯১ হাজার ৬৬২। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৩শ ৭ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৩শ ৫৫।
সূত্র জানায়, পৌরসভার ৪৫টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রকে ইতিমধ্যে ‘অধিক গুরুত্বপূর্ণ’ (অধিক ঝুঁকিপূর্ণ) হিসাবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। বাকি ৩৭টি কেন্দ্রই ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ)। নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে একজন এসআইয়ের নেতৃত্বে প্রতি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য
মোতায়েন থাকবে। প্রতিটি ম্যাজিষ্ট্রেটের সাথে থাকবে ৪ জন পুলিশ। নির্বাচনের দিন মাঠে থাকবে পুলিশের ১৫টি মোবাইল টিম, ৮টি স্ট্রাইকিং ফোর্স, জেলা গোয়েন্দা পুলিশের ৭টি টিম ও পুলিশের স্ট্যান্ডবাই টিম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও মোতায়েন থাকবে ৩ প্লাটুন বিজিবি।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো: নাছির উদ্দিন পাটওয়ারী জানান, নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন ৪৫ প্রিসাইডিং অফিসার, ২৪১ সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪৮২ পোলিং অফিসার।
ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান জানান, সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে কোনোরকম অনিয়ম করতে দেওয়া হবে না।
Leave a Reply