সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া(ফেনী) প্রতিনিধি:-
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ মেজবাহ উদ্দিন (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।নিহত মোঃ মেজবা উদ্দিনের বাড়ি দক্ষিণ তারাকুচা গ্রামে ও রফিক উদ্দিন এর ছেলে ।
জনাযায় শনিবার (১৩ নভেম্বর) সকালে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ছাগলনাইয়া-পরশুরাম সড়কের উত্তর ধর্মপুর রাস্তামাথা নামক স্থানে এই সড়ক দূর্ঘটনাটি হয় ।
সড়ক দূর্ঘটনায় নিহত মোঃ মেজবাহ উদ্দিন আমজাদহাট ইউনিয়নের রৌশনাবাদ একাডেমি স্কুলের এবারের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী।
পরিবার সূত্রে জনাযায়,সকালে মোটরসাইকেল যোগে মেজবা উদ্দিন বাড়ি থেকে ব্যক্তিগত কাজে এলাকা উত্তর ধর্মপুর এলাকায় যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে সে গুরুতর আহত হয় ।উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত সড়ক দূর্ঘটনার বিষয়ে ফুলগাজী থানা পুলিশ জনায় ,মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত মোঃ মেজবা উদ্দিন এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।ময়াতদন্ত শেষে বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।
এছাড়াও আজ শনিবার সন্ধায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী- স্ত্রীর ,নিহত ব্যক্তিরা হলেন নুর উদ্দিন ও আকলিমা আক্তার। তারা ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুরের বাসিন্দা।
জনায়ায় ,আজ সন্ধ্যায় স্বামী- স্ত্রী মোটরসাইকেল যোগে মিরসরাইয়ের আরশিনগর ফিউচার পার্ক থেকে ভ্রমণ শেষে তারা বাড়ি ফিরছিল।মোটরসাইকেলের পেছনে থাকা স্ত্রীর ওড়না চাকায় পেঁচিয়ে যাওয়া মাত্রই দুজনে মোটরসাইকেল এর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় মহাসড়কের রাস্তায় পড়ে যায় ।রাস্তায় পড়ে যাওয়া অবস্থায় তাদের পিছনে থাকা একটি ট্রাক তাদেরকে চাপা দেয় ।এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় ।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ভূঁইয়া জানান, নিহত নুর উদ্দিন ও আকলিমা মুহুরীগঞ্জ হাইওয়ে এলাকায় ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের চাকায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে পড়ে গেলে পেছনে থাকা ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলে তারা দু’জন মারা যায়।পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ গাড়িটিসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।
Leave a Reply