সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:-
ফেনীতে ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে সকল অবৈধ মোটরসাইকেল ও হেলমেট ব্যবহার না করে রাস্তা মোটরসাইকেল চালক দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ ,ডিবি পুলিশ ও ট্রাফিক পুলিশ এর সদস্যরা ।
উক্ত অভিযানের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানা যায় ,একটা সড়ক দুর্ঘটনা মানুষের ও তার পরিবারের জন্য হতে পারে মারাত্মক ক্ষতি। হেলমেট ব্যাতীত মোটরসাইকেল চালিয়ে নিজের জীবনকে ঝুকির মধ্যে যেন না ফেলে ,সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে ফেনী জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গণসচেতনতা তৈরি করতে জনগণ যেন আইন মেনে চলতে পারে সেই লক্ষ্যে আজ তারা অভিযান পরিচালনা করে ।
ফেনী শহরের গুরুত্বপূর্ণ স্থানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ডকুমেন্ট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে মোট মামলা হয়েছে ৪৪
মোট আটক হয়েছে ৫১
মোট জরিমানা ২৮৫০০০ টাকা।
ডিবি, থানা ও ট্রাফিক পুলিশ সম্মিলিত ভাবে এই অভিযান পরিচালনা করে ।
ভবিষ্যতে এই ধরনের অভিযান আরো চলবে বলে আইনশৃংঙ্খলা কারী সদস্যরা জানিয়েছেন ।সকলকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ও যাবতীয় ডকুমেন্ট সাথে রেখে মোটরসাইকেল চালানোর জন্য জেলা পুলিশ এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয় ।
Leave a Reply