সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:-
২০০৪ সালের ২১ শে আগষ্ট আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি-জামায়াত তথা চারদলীয় জোট সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নৃশংসতম গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহত শহীদদের স্মরণে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও আলোচনা সভা আজ বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ও অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।
এতে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মজুমদার ।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব , পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা ,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল বাকী শিমুল ,সাংগঠনিক সম্পাদক মুন্সি মামুন ,তথ্য ও গবেষনা সম্পাদক মাস্টার আবুল কালাম , সাগঠনিক সম্পাদক মাস্টার ফিরোজ ,গোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক ,মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা ,উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউল হক দিদার ,আওয়ামী লীগ এর উপ-প্রচার সম্পাদক কফিল উদ্দিন ,কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই ভূঁইয়া ,ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ ননি ,তথ্য প্রযুক্তি লীগের সাধারন সম্পাদক মিলনুর রহমান প্রমূখ সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংঠন এর নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উক্ত গ্রেনেড হামলার আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তার বক্তব্যে বলেন ২০০৪ সালের গ্রেনেড হামলাকারী বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী রা এখন ও ষড়যন্ত্রে লিপ্ত আছে । ছাগলনাইয়া উপজেলার আওয়ামী লীগ সহ অঙ্গসংঠন এর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহবান জানান । ছাগলনাইয়ার মাটি তে কেউ যদি গ্রেনেড হামলার মত জগন্য সন্ত্রাসী কাজে লিপ্ত থাকে তাহলে তাদের কে কোন ছাড় দেওয়া হবে না ।ছাগলনাইয়ায় কোন সন্ত্রাসী জঙ্গীবাদীদের কোন স্থান হবে না ।দলীয় নেতা কর্মীদের নিয়ে কোন ষড়যন্ত্রকারীদের অস্তিত্ব খুঁজে পেলে তাহলে সাথে সাথে ছাগলনাইয়ার মাটি থেকে তাদের অস্তিত্ব বিলিন করে দেওয়া হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন ।
গ্রেনেড হামলায় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান ও অপর ২৪ জন এতে নিহত হন। এ ছাড়া এই হামলায় আরো ৪০০ জন আহত হন। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।
Leave a Reply