মোঃ জহুরুল ইসলাম সৈকত বগুড়া প্রতিনিধিঃ-
শুক্রবার(৩০শে জুলাই) সমগ্র বগুড়া জেলায় সর্বমোট ১৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১০০টি মামলায় ১০১জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইন অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় মোট ১,৫৫,৬০০/= টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময়, জেলা প্রশাসক মোঃ জিয়াউল হকের পরিচালনায় মাঠে কাজ করেন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালিনায় সহায়তা করেন।
তিনি বলেন, করোনাভাইরাসের টিকা গ্রহণের সর্বনিম্ন বয়স ২৫ বছর ঘোষণা করেছে সরকার। উক্ত বয়সসীমার সবাই টিকা গ্রহণ করে ঝুকিমুক্ত ও নিরাপদ থাকুন।
বিধি-নিষেধ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সহায়তা) এর জন্য ফোন করুন জাতীয় হটলাইন নম্বর ৩৩৩ তে।
আরো বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply