মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে এ্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ১২ কর্তৃক চেকপোস্ট বসিয়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১টায় (রংপুর-বগুড়া) মহাসড়কের মহাস্থানে বগুড়া র্যাব-১২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১টি যাত্রীবাহী বাসে বড় মাদকের চালান বগুড়ায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহাস্থান এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোস্ট স্থাপন করে।
টানা ১ঘন্টা পরিচালিত চেকপোস্টে যাত্রীবাহী বাসের যাত্রী বেশে ৩ জন মাদক ব্যবসায়ী অবশেষে র্যাবের গোয়েন্দা জালে আটক হয়। এসময় তাদের কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশী করলে বিশেষ ভাবে রাখা গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, মাদক ব্যবসায়ী ১। মোঃ রেজাউল ইসলাম (২৩), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-মৌজা সাকাতি, ২। মোঃ মশিউরর রহমান (২০), পিতা-মোঃ ইন্তাজ আলী, সাং-মজাতি (নতুন কৈতারী) এবং ৩। মোঃ তুহিন ইসলাম (২০), পিতা-মোঃ ওয়াহেদুল, সাং- মৌজা সাকাতি, সর্ব থানা-কালিগঞ্জ, লালমনিরহাটদের‘কে মোট ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার করে এবং গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন যাবৎ মাদক দ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বগুড়া র্যাবের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
Leave a Reply