এস এম নওরোজ হীরা বরিশাল
আগামী ১২ ই জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন । বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত চার অর্থাৎ ১০-১১ এবং ১২ নম্বর ওয়ার্ডে মহিলা সংরক্ষিত আসনের পদপ্রার্থী হিসেবে নাজমুন নাহার লাকি গতকাল বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। বরিশাল সিটি নির্বাচনের চার আসনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল মনোনয়নপত্র গ্রহণ করেন। নাজমুন্ন লাকি যখন মনোনয়নপত্র জমা দেন তখন তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাংবাদিক এস এম নওরোজ হীরা, কেডিসির তরিকুল ইসলাম তারেক ১২ নং ওয়ার্ডের অভি ও রাসেল, নগরীর জর্ডন রোডের কাজী ফয়জুর রহমান ফয়েজ, ভাটার খালের তানিয়া ইসলাম, কেডিসির পাপিয়া বেগম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা বেগম, আসমা বেগম,সাহিদা বেগম, রওশনারা বেগম, সেলিনা বেগম,রোজী বেগম , লাবনী আক্তার, শেফালী বেগম,পুতুল বেগম প্রমুখ।
মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মহিলা সংরক্ষিত আসনের নাজুন্নাহার লাকি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বরিশাল গড়ে তোলা। আমি নির্বাচিত হলে বরিশাল নগরীর সংরক্ষিত ৪ আসন ১০ ১১ এবং ১২ এই তিনটি ওয়ার্ড স্মার্ট ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। নাজমুন্নাহার লাকী বলেন সমাজের নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আগে ছিলাম এখন আছি এবং ভবিষ্যতেও থাকবো। আগামী ২৬ মে প্রতীক পাবার পরে প্রতিটি ভোটারের কাছে যাব ইনশাআল্লাহ। নাজমুন নাহার লাকি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
Leave a Reply