1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বরিশালে প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ তিন লক্ষ টাকা চাঁদা দাবি আটক ২ - dainikbijoyerbani.com
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
ad

বরিশালে প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ তিন লক্ষ টাকা চাঁদা দাবি আটক ২

এস এম নওরোজ হীরা বরিশাল
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১০৬ Time View

 

তারা সকল সমস্যার সমাধান করেদিতে পারে। বিশেষ করে স্বামীর সাথে সম্পর্ক ঠিক করে দেওয়া তো তাদের বাম হাতের খেলা। এইসব কথা বলে তারা মক্কেল ধরে। এরপর ফাদে ফেলে প্রতারনার শক্ত জালে। পরে আদায় করা হয় টাকা। স্বামীর সাথে সম্পর্ক ঠিক করে দেওয়া কথা বলে প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি করা এই প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

অভিযুক্ত প্রতারক হলো বরিশাল এয়ারপোর্ট থানার বাদলা গ্রামের মৃত লিটন খানের ছেলে শাকিব খান (২৪) ও একই গ্রামের মৃত শাহ জাহান বেপারীর ছেলে খলিল বেপারী (৩৫)। শনিবার (১৫ জুলাই) রাত ৯টায় বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে গণমাধ্যমকে এসব তথ্য জানান এপিবিএনের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা। এপিবিএনের কমান্ডিং অফিসার মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা প্রবাসী নারীর সাথে বাংলাদেশে থাকা তার স্বামী রাকিবের সাথে দাম্পত্য কলহ চলে আসছিল। প্রবাসী নারী তার পারিবারিক কলহ মীমাংসার জন্য স্থানীয় শাকিব খানের সাহায্য চান।

ভার্চুয়াল এসব কথোপকথনের সূত্র ধরে সম্পর্ক স্থাপন এবং প্রতারণার ফাঁদে ফেলে নারীর অশ্লীল দৃশ্য ভিডিও কলে ধারণ করে। সেই ভিডিও আসামি খলিলের মাধ্যমে প্রবাসী নারীর কাছে পাঠিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি জেনে প্রবাসী নারী তার বোনের স্বামীর কাছে আইনগত সহায়তার জন্য পাঠায়। তারা আইনি প্রক্রিয়া মেনে এপিবিএনের সাহায্য চাইলে সাইবার ক্রাইম টিম এবং অপারেশনাল টিম শনিবার বিকেলে মাধবপাশা এলাকা থেকে মূল হোতা শাকিব খান (২৪) ও তার সহযোগী খলিল বেপারীকে (৩৫) গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে এই চক্রে রুবেল নামে আরও একজন জড়িত আছেন। তারা প্রথমে এক লাখ দাবি করলেও পর্যায়ক্রমে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছিল। কমান্ডিং অফিসার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি