1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বাঁশখালীতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার প্রার্থীর হামলা, আহত ৮ - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
ad

বাঁশখালীতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার প্রার্থীর হামলা, আহত ৮

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২২২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের বাঁশখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার প্রার্থীর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে সরল ইউপির সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) আলহাজ্ব লেয়াকত আলী তালুকদার সহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব লেয়াকত আলী তালুকদার (৬৭), ৬নং ওয়ার্ডের মৃত দুদু মিয়ার পুত্র আহমদুল্লাহ (৪৫), ৫ নং ওয়ার্ডের খালাইচ্চ্যার বাড়ি এলাকার আবুল বশরের পুত্র মোঃ আমান উল্লাহ (৩২), একই এলাকার শমশের আলমের পুত্র মোঃ হাসান (২৫), মোঃ আব্দুর রহিম (২০) ও সিএনজি ড্রাইভার আব্দুস শুক্কুর (৩৬)। এ দিকে এই রিপোর্ট লিখা রাত সাড়ে ৯ টা পযর্ন্ত ৪ জন কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত ডাঃ রাশেদুল ইসলাম বলেন, সরল এলাকায় নির্বাচনী বিষয় নিয়ে মারামারির ঘটনায় ৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ এ রিপোর্ট লেখা পর্যন্ত চেয়ারম্যান প্রার্থীরা কথাকে তালুকদারের বাড়িতে পুলিশ লেখ তালুকদার বাড়িতে রয়েছে

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে সরল ইউনিয়নের মিনজীরতলা এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী তালুকদারের প্রচারণায়
নৌকার প্রার্থীর ৩০/৪০ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ৮-১০ জন মত আহত হয় এবং একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১২) ভাংচুর করে।

হামলার বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লেয়াকত আলী তালুকদার জানান, আমি আজ শুক্রবার ‘বিকেলে নির্বাচনী প্রচারণায় বের হয়ে সরল মিনজীরতলা হাকিমিয়া মাদ্রাসার সামনে পৌঁছা মাত্রই হঠাৎ নৌকার প্রার্থী রশিদ আহমদের নির্দেশ ক্রমে মোঃ সেলিম ও মোঃ আবচারের নেতৃত্বে ৩০/৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত এ হামলা চালায়। এতে আমি ও আমার সাথে থাকা ৮-১০ জন সমর্থক আহত হয়েছে। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি’।

উল্লেখ্য, ৯ম ধাপে বাঁশখালী উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সরল ইউনিয়নে নৌকার প্রতীকে মনোনয়ন পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর চাচা রশিদ আহমদ চৌধুরী ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি