মোঃখায়রুল ইসলাম হৃদয়.
স্টাফ রিপোর্টার(মুন্সিগঞ্জ).
বাউশিয়া ইউনিয়নে ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ (টি,সি,বি) পন্য বিতরনের উদ্বোধন করেন বাউশিয়ার সফলতম চেয়ারম্যান জনাব মোঃমিজানুর রহমান প্রধান।
বাংলাদেশ সরকারের ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ (টি,সি,বি) আওতাধীন বিশেষ কোটায় সারা দেশের ন্যায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের আওতাধীন টিসিবির কার্ড ধারিদের মধ্যে সরকারের উদ্যোগে গত মঙ্গলবার ন্যায্য মূল্যে ২কেজি তৈল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল বিতরন করা হয়।
সে সময় একাধিক টিসিবি’র কার্ডধারীদের সাথে বক্তব্যে ফুঁটে উঠে যে,বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বে জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্যের বাজার যে উর্ধ্বেগতি। সে সময় আমাদের মত মধ্যবিত্ত,নিন্মমধ্যবিত্তদের সংসার চালানো কতটাযে কষ্ট স্বাধ্য হয়ে পড়েছে আমাদের পারিবারের তাহ মুখের কথায় প্রকাশ অনেক সময় চেহারার চাহনি এবং চোখের অশ্রুই বলে দেয়।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান ভাই যদি আমাদের এ দুঃসময়ে টিসিবি’র আওতায় না এনে দিতেন সত্যিই আমরা না খেয়ে মরিতাম।যেখানে বাহিরের খোলা বাজারে তেলার দাম ১৯২ টাকা সেখানে আমরা টিসিবি’র আওতায় পণ্য পাচ্ছি মাত্র ১১০ টাকায়,অপরদিকে চিনি পাচ্ছি ৬৫ টাকায়,ডাল পাচ্ছি ৫৫ টাকায়।যা খোলাবাজারে ১৩০ও ১০০টাকা।
টিসিবি’র আওতায় বাউশিয়ার সেবা প্রার্থীগন আরো জানান,বিউশিয়ার চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান একজন বিচক্ষণ ব্যক্তি,তার হাত ধরে বাউশিয়া ইউনিয়ন অনেকটা এগিয়ে আছেন পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর তুলনায়।এখানে শিক্ষা,শিল্প,সব কিছুই সুন্দর ভাবে বিদ্যামন রয়েছেন এবং চেয়ারম্যান সাহেব ও ইউনিয়নের সার্বিক বিষয়ে সর্বদাই খোঁজ খবর নিয়ে থাকেন, কার কি প্রয়োজন,কোন সমস্যা তা নিয়েই তিনি প্রতিদিন তার কর্মব্যস্ত সারাটি দিন কাঁটান।তিনি সবসময় জনগণের কল্যানে নিজেকে নিয়োজিত রাখিতে চান।ইউনিয়নের সেবা ছাড়াও অনেক সময় তার নিউ ফান্ড থেকে সহায়তা করে থাকেন।
Leave a Reply