বাবাকে মেরে মেয়ের শ্লীলতাহানি: থানায় মামলা
বরিশাল ব্যুরো প্রধান শেখর মজুমদার
বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা এবং মেয়ের শ্লীলতাহানির অভিযোগে ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার জামাল হাওলাদারের স্ত্রী হাওয়া বেগম ব্যক্তি বাদী হয়ে রবিবার কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
এতে একই এলাকার মৃত মোতাহার আলী মাঝির ছেলে জামাল মাঝিকে প্রধান আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন- আজাহার আলী আজু’র স্ত্রী রিনা বেগম ও তাদের তিন ছেলে শিপন, ইমন, রিপন এবং ইউসব নামের আরেক সহযোগী।
এজাহার সূত্রে জানাগেছে, ‘গত ৮ জানুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর ভাটারখাল বহুমুখী সিটি মার্কেটের কাঁচা বাজারের সামনে পূর্বপরিকল্পিতভাবে জামাল মাঝিসহ অভিযুক্তরা একই এলাকার জামাল হাওলাদারের ওপর হামলা করেন।
এসময় জামাল ও ছেলে শিপন মাঝি লাঠি এবং বেল্ট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন জামাল হাওলাদারকে। পাশাপাশি তার সাথে থাকা প্রায় চার হাজার টাকা ছিনতাই করেন হামলাকারী পিতা-পুত্র। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ‘হাসপাতালে চিকিৎসা নিয়ে জামাল হাওলাদার বাড়ি ফিরলে জামাল মাঝিসহ অন্যরা তাকে নানানভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। জামাল হাওলাদারের মেয়ে রত্না এর প্রতিবাদ করলে রিনা বেগম ও শিপন তাকে মারধরসহ শ্লীলতাহানি ঘটান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
Leave a Reply