এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি– দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ই জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করন ও বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন, শুধু আইনের উপর নির্ভরশীল হলে চলবে না আমাদেরকে সকলকে এ বিষয়ে জনসাধারণের মাঝে উপরোক্ত আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভোক্তাদেরকে সচেতন হতে হবে।এ সময় সভায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন উপজেলা পরিষদের ভাইস আতাউর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসূল রাখি,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, , বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, বিরামপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ শাহাজান আলী, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ অত্র উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
Leave a Reply