সাবেক এমপি সেলিম’র মৃত্যুতে মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘ শোক প্রকাশ।
এম এ রহিম সিলেট বিশেষ প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাফলংগের অন্যতম সামাজিক সংগঠন মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘ।
এক শোক বার্তায় মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ ফারুক আহমদ , সহ-সভাপতি ইসমাইল আলী ,সাধারণ সম্পাদক লিটু আনাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ গোসাই , সাংগঠনিক সম্পাদক আল-আমীন ইসলাম সজিব, সহ-সাংগঠনিক আব্দুল কাদির (আক্তার), ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সদস্যবৃন্দ বলেন দিলদার হোসেন সেলিম একজন গুণী রাজনীতিক ও ক্রীড়া সংগঠক ছিলেন।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। একজন রাজনীতিবিদ ও সংগঠক হিসেবে তিনি সিলেটবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
পাশাপাশি মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
Leave a Reply