মোঃ রিপন হাওলাদার, বেতাগী বরগুনা প্রতিনিধিঃ
ঠিকাদার স্বামীর ঘর থেকে নগদ ৮৬ হাজার টাকা ও স্বর্নালংকারসহ চার লক্ষ টাকার জিনিস নিয়ে পালিয়েছেন স্ত্রী লাভলী বেগম (৪২)। ঘটনাটি ঘটেছে বরগুনার জেলার বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়ন রানীপুর গ্রামে। ঘটনা সূত্রে জানা যায়, স্বামী কবির হোসেন ও তার বিবাহিত স্ত্রী লাভলী বেগমকে নিয়ে বিবিচিনি ইউনিয়ন রানীপুর বাজারের লাকসু গাজীর বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন। গত ২ জুন ২০২৪ খ্রি রোজ শনিবার স্বামী মোঃ কবির হোসেন (৫৬) তিনি একজন ঠিকাদারি ব্যাবসায়ী, তিনি ২জুন ২০২৪ তারিখে সকালে বাসা থেকে তার ব্যাবসায়িক কাজে বের হলে, তার স্ত্রী লাভলী বেগম তার ভাড়াটিয়া বাসা থেকে নগদ ৮৬ হাজার টাকা, স্বর্নের চেইন, লকেট,হাত বালা ও নুপুরসহ প্রায় চার লক্ষ টাকার স্বর্নালংকার নিয়ে পালিয়ে গেছেন এমন অভিযোগ করেন । ভুক্তভোগী কবির হেসেনের বিবাহিত স্ত্রী লাভলী বেগম। সাং গরিয়াবুনিয়া ৬ নং ওয়ার্ড পিতা মৃত: আব্দুল মল্লিক, মাতা,রোকেয়া বেগম। ঠিকারদার কবির হোসেন সন্ধায় বাসায় এসে তার স্ত্রী লাভলী বেগমকে দেখতে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করতে চেষ্টা করলে লাভলী বেগমের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় বাধ্য হয়ে স্বামী ঠিকাদার কবির হোসেন গত ৩ই জুন ২০২৪ খ্রী,তারিখের রোজ রবিবার বেতাগী থানায় একটি জিডি দ্বায়ের করেন, স্বামী কবির হোসেন। যাহার জিডি ট্র্যাকিং নং:4080CG ও জিডি নং: ৯৭, ভুক্তভোগী ঠিকাদার কবির হোসেন অভিযোগ করে বলেন, আমার স্ত্রী লাভলী বেগমেকে তার প্রাক্তন স্বামীর চাচা ও লাভলী বেগমের খালত বোন ডালিম আক্তার (৫০) ও তার স্বামী অটো চালক সালাম (৫৫) সাং বেতাগী ফেরিঘাট, সাবেক স্বামীর চাচতো ভাইয়েরা আমার স্ত্রী লাভলী বেগমকে পালিয়ে যেতে সাহায্য করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী ঠিাকাদার কবির হোসেনে । ঘটনা সূত্রে জানা যায় গত ২ই জুন ২০২৪ খ্রী তারিখের রোজ শনিবার ঠিকাদার কবির হোসেনর বিবাহিত স্ত্রী লাভলী বেগম তার ভাড়াটিয়া বাসা থেকে, স্বামী কবির হোসেনের অর্জিত নগদ ও স্বর্নালংকারসহ প্রায় চার লক্ষ টাকার জিনিস নিয়ে প্রাক্তন স্বামীর মোঃ দুলালা হাওলাদারের সাথে পালিয়ে গেছেন বলে জানা যায়। গত ২ই জুন রোজ শনিবার ঠিকাদার স্বামী কবির হোসেনর ঘড় থেকে পালিয়ে প্রাক্তন স্বামীর কাছে গিয়ে ৫ই জুন ঠিকাদার স্বামী কবির হোসেনকে ডির্ভোস দিয়ে প্রাক্তন স্বামীর দুলাল হাওলাদারের সাথে অবৈধ ভাবে ঘর সংসার করে যাচ্ছেন লাভলী বেগম। তিনি আরো বলেন লাভলী বেগমের প্রাক্তন স্বামী মোঃ দুলাল হাওলাদর, বেতাগী থানার জিডি বিষয়টি জানতে পেয়ে সে আমাকে বিভিন্ন ভাড়াটিয়া লোকজন দিয়ে আমাকে প্রানাশের হুমকি-দুমকি দিয়ে যাচ্ছেন। এবিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, থানায় জিডি করা হয়েছে এবং সঠিক তথ্য উদঘটনে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply