1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বেনাপোল পৌরসভার সচিবের কার সাজির কবলে রাস্তা ঘাট উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি প্রতিবাদ করার মতো লোক এই বেনাপলে নেই - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
ad

বেনাপোল পৌরসভার সচিবের কার সাজির কবলে রাস্তা ঘাট উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি প্রতিবাদ করার মতো লোক এই বেনাপলে নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৫ Time View

বেনাপোল পৌরসভার সচিবের কার সাজির কবলে রাস্তা ঘাট উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি প্রতিবাদ করার মতো লোক এই বেনাপলে নেই

তারিখ ০৩/০২/২০২১রোজ বুধবার

মোঃ আব্দুল্লাহ আল মামুন শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ডের দুর্গাপুর থেকে সাদিপুর পর্যন্ত ২ কিমি. সংযোগ সড়ক নির্মাণের অনিয়মের অভিযোগ ছিলো আগে থেকেই। আমা ইটের খোয়া দিয়ে রাস্তা ব্যবহারের কারনে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরও অনিয়ম হয়েই চলেছে এই রাস্তার কাজে। রবিবার (৩১ জানুয়ারী) ঘটনাস্থলে দেখা যায় রাস্তা করার ১০ দিনের মাথায় পা দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে পিচ। নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে বেহাল অবস্থা সড়কটির এমন অভিযোগ এলাকাবাসীর।

পৌরসভা সূত্রে জানা যায়, ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের নামাজ গ্রাম এলাকায় পা দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে সড়কের পাথর কুচি।

ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু নামে একটি প্রতিষ্টান পৌরসভার এ সড়কের নির্মাণ কাজ করছেন। প্রকৃতপক্ষে বেনাপোল পৌরসভার ১১ বছর ধরে একই চেয়ারে বসে সচিব রফিকুল ইসলাম নিজের অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্সটি ভাড়া করে পাঁচ বছর ধরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ করে আসছেন।

বিভিন্ন অনিয়ম করে নিজেই বিল সাবমিট করে কোটি কোটি টাকা লুটপাট করে সম্পদ করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

বেনাপোল পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর হোসেন বলেন, শুধু এই সড়কটি নয় বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে রাস্তা, সড়ক, ড্রেন, কালভার্ট ও ফুটপাত নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কোটি কোটি টাকা তছরুপ করছে বেনাপোল পৌরসভা।

সড়কটিতে পিচের বদলে পোড়া মবিল ব্যবহার করায় পা দিয়ে ঘষা দিলেই পিচ উঠে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু জানান, বেনাপোল পৌরসভার সচিব রফিকুল ইসলাম পৌরসভার সব উন্নয়ন কাজ অন্যের লাইসেন্স ভাড়া করে নিজেই ঠিকাদারি কাজ করে কোটি কোটি টাকা লুটপাট করছে।

লুটপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, ২ কিমি. এ সড়কটি নির্মাণে নিয়ম মেনেই কাজ করা হয়েছে। ১১ কোটি টাকার সড়কটি প্যাকেজ আকারে করা হচ্ছে। কিন্তু গ্রামবাসির দাবি রাস্তায় ব্যাপক অনিয়মের কারনে এখনি নষ্ট হতে শুরু করেছে ফলে বেনাপোল পৌরসভা পৌর সচিব রফিকুল ইসলাম দ্বায়িত্ব অবহেলা করে এভাবে কাজ করে লুটেপুটে সরকারের বদনাম হচ্ছে।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি