বোরহানউদ্দিনে কৃষি খামারের সিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ১ নং ওয়ার্ডের মাতাব্বর বাড়ির স্বপন মাতব্বরের ৪০ শতাংশে জমিতে কৃষি খামারের সিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে কৃষি খামারির। রবিবার রাতে এ ঘটনা ঘটে।বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার সাইফুর রহমান ক্ষতিগ্রস্ত সিম গাছের কৃষি খামার পরিদর্শন করেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । কৃষি খামারি স্বপন মাতব্বর বলেন, আমি আমার চাকরির ফাঁকে ফাঁকে সামান্য কৃষি কাজ করি, এখানে আমি ৪০ শতাংশ জমির উপরে সিম গাছের কৃষি খামার করেছি। অনাকাঙ্খিতভাবে রাতের আধারে একদল নরপিচাশ নরপশু পাষণ্ডরা আমার খামারের পুরো সিম গাছ কেটে ফেলেছে।আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে। আমি গত কালকে একটা সালিশ করেছি সেখানে পক্ষ-বিপক্ষ হয়ে কিছু লোক হয়তো এরকম করছে। আমি এখনো কোনো মামলা করিনি তবে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ ঘটনায় বড়মানিকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মিলন মাতাব্বর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনা অনাকাঙ্খিত। মানুষ মানুষের সাথে শত্রুতা হতে পারে কিন্তু গাছ-গাছালি সাথে শত্রুতা নয়। যারা এরকম করেছে ওরা সমাজের আগাছা, ওদের হৃদয় কোন ভালোবাসা নেই। ওদেরকে দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এ ব্যাপারে বড়মানিকা ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বর্তমান বড়মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনা অনাকাঙ্ক্ষিত সমাজে এরকম নরপিচাশ আছে বলে আমি জানতাম না।যারা এরকম কাজ করেছে আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করি এই নরপিচাশদের কে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করেন।
Leave a Reply