1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
ভোলার ইলিশায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য এলাকাবাসীর মানববন্ধন - dainikbijoyerbani.com
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
ad

ভোলার ইলিশায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৩ Time View

রাকিব হাওলাদার, ভোলা।।

ভোলা সদরের ইলিশায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুইচগেট বাজারে এই মানববন্ধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সলিমুল্লাহ, সাধারন সম্পাদক মোঃ নিজাম হাজী, মোঃ সালাউদ্দিন খলিফা, মোঃ সিরাজ, ডাক্তার মোঃ পারভেজ, মোঃ জাহের, মোঃ আলম, ফারুক কারী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দিনের পর দিন এই এলাকায় চোরের উপদ্রব বেড়েই চলছে, চোরের উপদ্রবে একটু সুখে-শান্তিতে ঘুমাতে পারছে না এলাকাবাসী, এলাকাবাসী যেন শান্তিতে ঘুমাতে পারে তার জন্য গণমাধ্যম কর্মিদের মাধ্যমে প্রশাসনের কঠোর তৎপরতা বৃদ্ধির জোড় দাবি জানাচ্ছি। এই এলাকার রাসেল চোরের চুরির কারনে এলাকার নিম্মশ্রেনীর পরিবার গুলোও নিঃস্ব হয়ে যাচ্ছে। গ্রামে একটা পরিবারে শুধু চলার মতো কিছু টাকা পয়সা সোনা গহনা থাকে সেই সামান্য টাকা পয়সা নিয়ে যায় এই রাসেল চোর, এই রাসেল চোরের পরিবারও চুরির সাথে জড়িত, যারাই এই চোরের শেল্টারদাতা বা যারা জড়িত আমরা সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই। এবং প্রশাসনের কঠোর তৎপরতার মাধ্যমে চোরদের গডফাদারকে বের করে আইনের আওতায় আনা হোক।

তারা আরো বলেন, আশাশুনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রশাসনের কঠোর ভুমিকা জোড়দারে ভোলা জেলা পুলিশ সুপারের দৃস্টি কামনা করছি। যাতে করে আগামী দিনে এই এলাকায় প্রত্যেকটি ঘরের দরজা খুলে নিশ্চিন্তে নির্দ্বিধায় মানুষ বসবাস করতে পারে।

সুইচগেট বাজারের ব্যবসায়ীরা জানান, চোরচক্র যদি রাতের আধারে দোকানঘরের বেড়া কেটে টাকা ও মালামাল নিয়ে ঐ বয়ে, এই এলাকায় চুরির ঘটনা শুরু হওয়ার পর থেকে রাতে দোকানেই থাকি।

উল্লেখ্য, সর্বশেষ গত ১ সেপ্টেম্বর ঐ এলাকার এরশাদ নামক এক ব্যক্তির বাসায় রাতের আধারে টিন কেটে ঘরে ডুকে ওয়ারট্রপের খোলা ড্রয়ারে থাকা প্রায় ৮৭ হাজার টাকা, ১২ আনা ওজনের একটি স্বর্নের চেইন, ২ ভরি ওজনের তিন জোড়া কানের দুল চুরি করে নিয়ে যায় চোরচক্র। এই ঘটনায় তাহের, রাসেল ও জুয়েল নামে তিন চোরের নামে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে তাহের নামক চোরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাকে চুরি মামলায় জেল হাজতে প্রেরন করে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি