ভোলায় নির্বাচনী সংঘর্ষ; নৌকার অফিস ভাঙ্গচুর, আহত-১৫
ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় পৌর নির্বাচন নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। এতে নৌকা সমর্থীত প্রার্থীর অফিস ভাঙ্গচুর ও মহিলা পুরুষসহ ১৫ জন সমর্থক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রয়ারি) সকালে ভোলা সদর পৌর ৪ নং ওয়ার্ড পুলিশ লাইন্স সংলগ্ন এলাকায় উট পাখির সমর্থীত প্রর্থী আসাদ হোসেন জুম্মানের সমর্থকদের নির্বাচনী গণসংযোগে আর্তকিত হামলা করে অপর ডালিম মার্কার কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও তার সমর্থকরা। ডালিমের সমর্থকরা উট পাখির সমর্থকদের ধাওয়া করে তাদের ব্রাক অফিস লগ্ন নৌকার নির্বাচনী অফিস ভাঙ্গচুর করে। এই সময় অফিসে থাকা মহিলা ভোটারদের লাঞ্চিত করে সন্ত্রাসীরা। এই ঘটনায় আসাদ হোসেন জুম্মানের সমর্থকরা একত্রিত হয়ে ডালিম সমর্থীত প্রার্থীদের ধাওয়া দিলে ডালিম সমর্থীত লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থলটি পুলিশ নিয়ন্ত্রণ করে দু’পক্ষকে পুলিশ ছত্রভঙ্গ করে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
এই সময় সন্ত্রাসীরা ২০ থেকে ২৫ টি হাত বোমা চার্জ করে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় পৌর ৪ নং ওয়ার্ডে সাধারন ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিয়ে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এবং ঘটনার সুত্রধরে আমরা পরবর্তী ব্যাবস্থা নেব। তাছাড়া যে প্রার্থী বা সমর্থকরা সাধারন ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে আমরা তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেব।
Leave a Reply