ভোলায় হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে হাজারো জনতার ঢল।
স্টাফ রিপোর্টারঃ ভোলার বালক উচ্চ বিদ্যালয় তথা সরকারি স্কুল মাঠে ভোলা জেলা তাফসীর পরিষদের উদ্যোগে ৪ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের (১২ ডিসেম্বর) দ্বিতীয় দিনে প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা) হুজুরের মাহফিলে হাজারো মানুষের ঢল নেমে এসেছে।
সন্ধ্যা থেকে দূর-দূরান্ত থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনিতে মানুষ আসতে শুরু করেন। প্যান্ডেলের কানায় কানায় পূর্ণ হয়ে এক লোকারণ্যের সৃষ্টি হয়। শ্রোতারা দলে দলে বয়ান শুনার জন্য মাহফিল প্রাঙ্গনে ভিড় জমাতে শুরু করেন। শীতকে উপেক্ষা করেও দলে দলে ভক্তরা ছুটে আসেন।
এদিকে, মাহফিলের পূর্ব কার্যকম হিসেবে বাদ আসর থেকেই মাদ্রাসার ছাত্ররা পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন থেকে তেলোয়াত, গজল, সূরা, ক্বেরাত। এছাড়া, মাহফিলের সন্ধ্যার বয়ান করেন, জনাব হযরত মাওলানা হাবিব উল্লাহ মেজবাহ।
উক্ত মাহফিল পরিচালনা করেন, মাওলানা তরিকুল ইসলাম তরিক। ও সার্বিক তত্ত্বাবধানে, মাওলানা এম ওবায়েদুর রহমান বীন মোস্তফা। এবং মাহফিলের সভাপতিত্ব করেন, মাওলানা আতাউর রহমান মোমতাজী।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর শুক্রবার প্রথম দিনে হযরত মাওলানা রুহুল আমিন (ঝিনাইদা) ও মাওলানা মজির উদ্দিন (ভোলা) বয়ানের মাধ্যমে শুরু হয়েছে মাহফিলের কার্যকম, ১২ ডিসেম্বর শনিবার দ্বিতীয় দিনে তাফসির করেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা) ও হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ। এবং ১৩ ডিসেম্বর রবিবার তৃতীয় দিনে তাফসির পেশ করিবেন খোরশেদ আলম কাসেমী ও হারিছ উদ্দিন উজানী । ১৪ ডিসেম্বর সোমবার চতুর্থ দিনে তাফসির পেশ করিবেন পীর সাহেব উজানী। ও মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করবেন, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)।
Leave a Reply