মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরাজপুরের মঠবাড়িয়ায় ভাড়ায় থাকতে এসে নিজ নামে জমি দখল করা ও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযাগ পাওয়া গেছে জসিম প্যাদা নামের এক আইনজীবী সহকারীর বিরুদ্ধে। তবে বিজ্ঞ আদালত আসামীদের জামিন দিয়েছেন এবং আইনজীবী সহকারী জসীম প্যাদা ওরফে জসীম হাওলাদার জালিয়াতির আশ্রয় নিয়েছেন মর্মে তাকে (জসীম প্যাদা) কারণ দর্শানার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজাম উদ্দিন জাকির। এদিকে জসীম প্যাদা তার প্রতিপক্ষদের (আসামী) জামিনের বিষয়ে কোন মন্তব্য না করলেও বিজ্ঞ বিচারক সম্পর্কে তিনি সমালাচনা করেছেন। জসীম প্যাদা বলেন, ম্যাজিস্ট্রেট আমার ওপর জুলুম করে আদেশ দিয়েছেন। ম্যাজিস্ট্রেট শোকাজ খাবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টিকিকাটা ইউনিয়নের পাঁচশত কুড়া গ্রামের বাসিদা নূরুল হক (হাওলাদার) প্যাদার ছেলে আইনজীবী সহকারি জসীম প্যাদার কাছে ৪-৫ বছর আগে বাড়ি ভাড়া দেন পূর্ব সেনের টিকিকাটা গ্রামের নিজামগং। এর পর কৌশলে জসীম প্যাদা ওই জমির কাগজ-পত্র তৈরী করেন। এ সময় বাড়ি ভাড়া টাকা চাওয়া ও বাড়ি ছেড়ে দেয়ার কথা উঠলে জসিম প্যাদা ওই জমি ও বাড়ির মালিকানা দাবী করে নিজাম গংদের বিরুদ্ধে আদালতে একটি মামলা (নং ৩৪১/২১) দায়ের করেন। সেই মামলায় নিজাম গংদের লোকজন বেশ কিছুদিন যাবত জেল খেটেছেন।
স্থানীয়দের আরও অভিযোগ জসিম প্যাদা আইনজীবী সহকারী হওয়ায় এলাকার বিভিন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন। অপরদিকে তার স্ত্রী লিলি বেগম নিজেকে সরকারী দলীয় নেত্রী পরিচয় দিয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে আসছেন।
অভিযুক্ত আইনজীবী সহকারী জসিম প্যাদা প্রভাব ও ভয়ভীতির বিষয়টি অস্বীকার করে বলেন, ম্যাজিস্ট্রেট এর আদেশের বিরুদ্ধে উচ আদলতে আপিল করেছি। মামলা চলমান রয়েছে।
Leave a Reply