মোঃ শহিদ ফরাজী,
প্রতিনিধি মনপুরা উপজেলা।
ভোলা জেলায় মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে
আজ গভীর সমুদ্রগামী
জেলেদের মাঝে সরকারি প্রণোদনার চাউল ৫৬ কেজি করে
মোট ২১৯০ পরিবারের মাঝে চাউল বিতরন করা হয়।
গভীর সমুদ্র যখন ইলিশ মাছ ধরা বন্ধ থাকে
তখন জেলেরা খুবই অভাবের মধ্যে জীবন যাপন করে থাকেন।
সরকার এসব জেলে অসহায় দরিদ্র মানুষের জন্য উপহার হিসেবে
জন প্রতি ৫৬ কেজি করে চাউল দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। সে হিসেবে আজ উক্ত ইউনিয়নে চাউল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,, জনাব আলহাজ্ব জাকির হোসেন মিয়া,,
সাধারন সম্পাদক,মনপুরা উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন।
জনাব মোঃ শামীম মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জনাব মোঃ মোকাম্মেল হক,ট্যাক অফিসার।
বাংলাদেশে দ্বিতীয় ধাপে করোনার ঢেউ চলমান।
আলহাজ্ব জাকির হোসেন মিয়া বলেন,,
দেশের এই ক্লান্তিলগ্নে সরকার দেশের অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
তাড়িই প্রমান এই উত্তর সাকুচিয়া ইউনিয়নে ২১৯০ পরিবারে মাঝে ৫৬ কেজি করে চাউল দেয়া।
Leave a Reply