1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
মাধবপুরে Sony LED tv.পূর্ণ্য স্ক্র্যাচ কার্ড দিয়ে বিক্রির নামে প্রতারণা শিকার সাধারণ মানুষ । - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
ad

মাধবপুরে Sony LED tv.পূর্ণ্য স্ক্র্যাচ কার্ড দিয়ে বিক্রির নামে প্রতারণা শিকার সাধারণ মানুষ ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৬ Time View

মাধবপুরে Sony LED tv.পূর্ণ্য স্ক্র্যাচ কার্ড দিয়ে বিক্রির নামে প্রতারণা শিকার সাধারণ মানুষ ।

এস এম মোবাশ্বির হোসেন হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ৯নং নোয়াপাড়া ইউনিয়ন শাহপুর গ্রামের সহজ-সরল মানুষদের সাথে প্রতারণার খেলায় নেমেছিল Sony LED tv.নামের একটি প্রতিষ্ঠান। গ্রামীণ এলাকায় চারজন বিক্রয়কর্মী সারাদিন বাড়ি বাড়ি গিয়ে নারীদেরকে ১৫০শ টাকার লটারিতে আকর্ষণীয় পুরস্কার দেবার প্রলোভন দেখিয়ে স্ক্র্যাচ কার্ড বিক্রির করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গত ৫ ডিসেম্বর ২০২০ ইং থেকে ২৫ ডিসেম্বর পযন্ত মাধবপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে একটি ঘর ভাড়া নিয়ে এমন অভিনব প্রতারণার ফাঁদ খুলে ছিলো বাবু খান ফকির নামের এক ব্যক্তি। আমরা তার নাম ছাড়া অন্য কোনো পরিচয় সন্ধান পায়নি ভুক্তভোগীদের কাছ থেকে তবে আশাবাদী পেয়ে যাব।

স্ক্র্যাচ কার্ড বিক্রির সময় পণ্য নেবার ক্ষেত্রে কোন ধরণের টাকা লাগবেনা বলে জানানো হলেও পুরস্কার পাবার পর ৮/১০ হাজার টাকা আদায় করে দেওয়া হচ্ছে এসব পুরস্কার।

ভূক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, স্ক্র্যাচ কার্ড বিক্রয়কর্মীরা এলাকায় গিয়ে জানায় ১৫০ টাকায় স্ক্র্যাচ কার্ড কিনে ঘষলেই পাওয়া যাবে দামি দামি পণ্য। লোভনীয় এই অফারে ক্রেতারা স্ক্র্যাচ কার্ড কিনে তা ঘষলে পণ্যের নাম ভেসে উঠে। পরবর্তীতে বিক্রয়কর্মীরা এই পণ্য তাদের গাড়ি থেকে উত্তোলন করতে বলা হয় , গাড়ির মধ্যে বসা থাকেন ম্যানেজার সেখানে যাওয়ার পর ম্যানেজার জানায় ১০,০০০ টাকায় এই পণ্য নিতে হবে। তাছাড়া এসব পণ্য খুবই গ্যারান্টিক উপযোগী। ফলে স্ক্র্যাচ কার্ড বিক্রি করেই এই চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

স্ক্র্যাচ কার্ডের গায়ে এলইডি টিভি, সেলাই মেশিন, মোবাইল ফোন, ফ্রিজসহ দামি দামি ১৫টি পণ্যের ছবি দেওয়া থাকলেও তাদের গাড়ির নিকটে গিয়ে দেখা যায় ছোট্ট একটি এলিডি টিভি ছাড়া কিছুই নেই সবকিছুই পাও এবং জিনিস গুলো দেখা যায় নিম্নমানের কিছু ক্রোকারিজ পণ্য, ফ্যান, টিভি দেখতে পাওয়া যায়। তাছাড়া তাদের প্রচারপত্রে রাজধানী ঢাকা ও দরগা গেইট হেড অফিসের ঠিকানা লেখা থাকলেও খোঁজ নিয়ে সেখানে এই নামে কোন প্রতিষ্ঠান পাওয়া যায়নি।

নোয়াপাড়া শাহপুর বাজারে এম,কে সাকিব টেলিকমের প্রোঃ মোঃ খসরু আহমেদ খাঁন নামে এক ব্যক্তি জানান, ২৪ ডিসেম্বর বিকেল বেলায় আমার কাছ থেকে ২০,০০০ হাজার টাকা নিয়েছে বিকাশের মাধ্যমে বলেছে সকালে দিবে, দেখা যায় ভোর হতেই তারা এলাকা চেড়ে উদাও

আরও জানা যায়,যে অটু দিয়ে তারা গ্রামে গ্রামে ফিরি করতো সেই অটু ড্রাইভার থেকেও গাড়ি ভাড়া সহ ১৫০০০ হাজার টাকা নিয়েছে বলে জানান টমটম ড্রাইভার

১১নং বাঘাসুরা ইউনিয়নের কাউড়া গ্রামের ভুক্তভোগী জামাল বলেন-আমার স্ত্রীর কাছ থেকে ১৫০টাকা নিয়ে লটারি বলে একটা স্ক্র্যাচ কার্ড বিক্রি করে। সেটা ঘষার পর LED tv. ভেসে উঠে। পরবর্তীতে তাদের গাড়ি থেকে পণ্য আনতে গেলে তারা জানান এই পণ্যের দাম ১২০০০টাকা। এই টাকা পরিশোধ করে তা নিতে হবে। পণ্যের মান ভালো না হওয়ায় আমার ১৫০টাকা ফেরত চাইলে তারা দেয়নি।’

এই স্ক্র্যাচ কার্ড ব্যবসার বৈধ কোন কাগজপত্র এবং অনুমতি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাব চাইতে ৭১ নিউজ মাধবপুর উপজেলা প্রতিনিধি বাবু খান ফকিরের সাথে ফোনে কথা বলতে চাইলে সে ফোন ধরতে নারাজ হন ।

এই বিষয়ে স্হানীয় জনসাধারণরা বলেন- ‘স্ক্র্যাচ কার্ড দিয়ে গ্রামের সহজ-সরল মানুষের সাথে এই চক্রটি প্রতারণা করে গেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকার লোকজন এসে ঝগড়া করতে দেখা গেছে। এ প্রতিষ্ঠানের ম্যানেজারকে বারবার কাগজপত্র দেখানোর কথা বলেও তারা দেননি। তাদের চলাফেরা আগেই সন্দেহজনক হয়েছিল

ভুক্তভোগী মোঃ খসরু ও মোঃ তফসির মিয়া সকলের কাছে অনুরোধ জানিয়েছেন , যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পান তাহলে আটক করে ফোন দিন স্হানীয় কোনো থানায় , বা ভুক্তভোগীদের কাছে , 01710160108

খবর দাতাদের জন্য থাকবে সম্মান জনগ পুরষ্কার ,
পরিশেষে এই চক্র থেকে সবাইকে সতর্ক থাকতেও অনুরোধ করেছেন ভুক্তভোগীগন

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি