মাধবপুরে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোগে বিশেষ বরাদ্দ অসচ্ছল প্রতিবন্ধী ৮৮ জন পুরুষ মহিলাদের মাঝে ৮২৫০/= করে ভাতা বিতরণ করা হয়। আজ ১ জুন মঙ্গলবার সকালে ইউনিয়নের প্রাঙ্গনে আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি,উন্নয়নের রূপকার জননন্দিত চেয়ারম্যান বাবুল হোসেন খান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আশরাফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হীরেশ ভট্টাচার্য্য হিরো,সমাজ সেবা ফিল্ড সুপারভাইজার বাশার মিয়া,মেম্বার রফিক খান ,বাচ্চু মিয়া,আবুল খায়ের,মাফুজ মিয়া,এনামূল হক,মহিলা মেম্বার শেফালী মুন্ডা অনি প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি বাবুল হোসেন খান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা মোতাবেক গ্রামকে শহরে পরিণত করার জন্য সরকারী সম্পদের শতভাগ সুষম বণ্টন, প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃত্ত্বকালীন ভাতা,পরিকল্পিত রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, সড়কে বাতি স্থাপন, রাস্তার ধারে পথচারীদের বসার স্থান সহ বৃক্ষরোপন স্যানিটেশন ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কৃষকদের সর্বোচ্চ সুবিধা প্রদান, পরিচ্ছন্ন হাট—বাজার, শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রগতি, অপরাধ প্রবণতা কমিয়ে আনা, শতভাগ বিদ্যুতায়নসহ স্বচ্ছ এবং জবাবদিহিতার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে ঐতিহাসিক ৬নং শাহজাহানপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য সবার সার্বিক সহযোগীতা চেয়েছেন।
তিনি আরো বলেন,৬নং শাহজাহানপুর ইউনিয়নের অবহেলিত-অসহায় মানুষের দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমাজ সেবামূলক কাজে নিজেকে আত্ম নিয়োগ করেছি। ইউনিয়নবাসীর সমর্থন,সহযোগিতা ভোটে চেয়রম্যান নির্বাচিত হয়ে সকল অবহেলি-অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। বর্তমানে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত অত্র ইউনিয়নকে একটি আধুনিক ও মর্ডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই।
সংবাদদাতা
নাহিদ মিয়া
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি::
(০১৭৫০০০৪৬৭৫)
Leave a Reply