মিঠাপুকুর প্রতিনিধি,রংপুরঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অত্যন্ত গোপনীয়তার আশ্রয় নেয়া হয়েছে বলে জানান অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
অভিভাবক ও স্হানীয়রা জানিয়েছেন, প্রধান শিক্ষক মোঃ মহিদুর রহমান কোন রকম প্রচার-প্রচারণা বা নোটিশ না করিয়ে মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ১১ মে- বুধবার ঝড়ো আবহাওয়ার মধ্যে বাদ মাগরিব বাজারের বিভিন্ন স্থানে ৬ টি বিজ্ঞপ্তি টাঙান। যা অভিভাবকদের নজরে আসেনি। এ বিষয়ে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুশমিতা আক্তারের পিতা মোঃ সোহেল রানা প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক নির্বাচনী বিজ্ঞপ্তি প্রচার না করে নিজের পছন্দমত চারজন অভিভাবকদের দিয়ে রাতের আঁধারে কৌশলে মনমত কমিটি গঠন করেন। এবং আর কাউকে না নেয়ার পাঁয়তারা করে সুকৌশলে ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য রাতে নির্বাচনের বিজ্ঞপ্তি টাঙ্গিয়েছেন, যাতে কেউ আর নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলতে না পারেন। সরেজমিনে বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে , নির্বাচনের বিষয়ে ছাত্র/ছাত্রীদের কাছে জানতে চাইলে এ বিষয়ে ছাত্রছাত্রীরা সঠিক কিছুই বলতে পারেননি। তারা জানান, স্কুলের র্নিবাচনের বিষয়ে তাদের কিছু জানানো হয়নি।
এ বিষয়ে প্রধান শিক্ষক মহিদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান , আমি নামাজে যাবো এখন ব্যাস্ত আছি। পরে আপনার সাথে যোগাযোগ করা হবে। তার ঠিক একদিন পরই ১৩ মে- শুক্রবার, প্রধান শিক্ষক মুহিদুর রহমান ফোন দিয়ে অন্য একজনের সঙ্গে দেখা করার জন্য বলেন, এবং কিছু টাকা পয়সা লেনদেন করার অনৈতিক প্রস্তাব দেন।
এ বিষয়ে জানতে উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার তাছরিন আখতারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি মিটিং -এ ব্যস্ত আছি, একটু পরে ফোন দিবেন। এলাকাবাসীসহ সচেতন মহল এবং অভিভাবকদের জোড় দাবি, পূনরায় ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে স্বচ্ছ ম্যানেজিং কমিটি নির্বাচন করা হউক।
Leave a Reply