আশরাফুল ইসলাম সবুজ নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদী শহরস্থ ঐতিহাসিক সূতাপট্টির মোড়ে নরসিংদী জেলা ও শহর তাঁতীলীগ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম শুভ জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। ১৭ মার্চ বুধবার দুপুর ১:৩০ মিনিটে জেলা তাঁতীলীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু’র সভাপতিত্বে ও শহর আওয়ামী যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক আশিকুর রহমান এর সন্ঞ্চালয়নে উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জনপ্রিয় নেতা আলহাজ্ব আশরাফ হোসেন সরকার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন :- শহর তাঁতীলীগের আহবায়ক হিরু সরকার, শহর আওয়ামী লীগের সদস্য আব্দুল মোমেন মিয়া জেলা তাঁতী লীগের কার্যকারী সদস্য মোঃ বাচ্চু মিয়া, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা, শিবপুর উপজেলা তাঁতী লীগের আহবায়ক আব্বাস উদ্দিন কবির, সদর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক শেখ মহিউদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিষ্টার মিয়া, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, বন্যা মিয়া, বিজয় সাহা, দেলোয়ার ভূইঁয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন :- আজ মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম শুভ জন্মদিন। মহান নেতার এ জন্মদিনটিকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা শিশু দিবস হিসেবে ঘোষণা করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালোবাসতেন বলেই জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা দেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর অবদান আমরা বাঙালি জাতি হিসেবে অশিকার করতে পারবোনা। তাই বাঙ্গালি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বাকি জীবনটা রাজনীতি করে যেতে চাই। আমি নেতা নয় নীতির আদর্শ নিয়ে আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। একে একে প্রবীণ ও বর্ষীয়ান রাজনীতিবিদের হারাচ্ছি। আমার বড় ভাই সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকারকে হারালাম। অপরদিকে আরেক রাজনৈতিক অভিভবক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সফর আলী ভূঁইয়াকে হারালাম। আল্লাহ এনাদের বেহেশত নসীব করুন – আমিন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের আত্মার মাগফেরাত চেয়ে, বঙ্গবন্ধুর পরিবার, জননেত্রী শেখ হাসিনা এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, স্হানীয় দারুল উলুম দত্ত পাড়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস। দোয়া শেষে বঙ্গবন্ধুর আকৃতি বিশিষ্ট বিশাল এক কেক কেটে শুভ জন্মদিন পালন করেন এবং দুপুরে দুস্তদের মাঝে প্রধান অতিথি রান্না করা খাবার নিজ হাতে বিতরণ করেন।
Leave a Reply