1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
মোংলা পৌর ছাত্রদল আহবায়ক কমিটির আহবায়কই বিবাহিত - dainikbijoyerbani.com
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
ad

মোংলা পৌর ছাত্রদল আহবায়ক কমিটির আহবায়কই বিবাহিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫০ Time View

বায়জিদ হেসেন, মোংলা :

মোংলা পৌর ছাত্রদলের সদ্যঘোষিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটির আহবায়কই বিবাহিত ও মাদকাসক্ত। আবার অনেকেরই ছাত্রত্ব নেই। থাকেন বিভিন্ন জায়গায়। আন্দোলন-সংগ্রামসহ দলের কোনো কর্মকাণ্ডেও তাদের কখন দেখা যায়নি। অর্থের বিনিময়ে এমন পকেট কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে দলটির মোংলা শাখার নেতাকর্মীরা।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিউ মার্কেট চত্বরে এক সংবাদ সম্মেলনে মোংলা পৌর ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা এসব অভিযোগ করেন।

সদ্য ঘোষিত পৌর শাখার আহবায়ক জাহিদুল ইসলাম শুভর বেশ কয়েকটি বিদেশী মদের (বিয়ার) বোতল হাতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। অনেকে বলছেন, তিনি মাদকাসক্ত আবার অনেকের ধারণা তিনি ব্যবসা করেন। কীভাবে এমন একজনকে ছাত্রদলের আহবায়ক করা হয়েছে তা নিয়ে নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অভিযোগ উঠেছে জেলা বিএনপির এক প্রভাবশালী নেতা নিজের বলয় তৈরি করতে লবিং করে কমিটি এনেছেন।

দীর্ঘ ১৭ বছরে ৩ মাস পর গঠন হওয়া মোংলা পৌর ছাত্রদলের কমিটিতে মাদকাসক্ত, বিবাহিত ও অছাত্ররা স্থান পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে চলছে সমালোচনার ঝড়।

এদিকে নতুন আহবায়ক কমিটিতে স্থান পাওয়ার মধ্যে বর্তমান নতুন কমিটির ৬ নম্বর যুগ্ন আহবায়ক ইয়ার হোসেন, সদস্য সাইফুর রহমান সাব্বির, সদস্য আতিক উল্যাহ সুমন, সদস্য সজিব নিকারী, সদস্য কাজী নাজমুল হোসেন রাজ পদত্যাগ করেছেন।

বাগেরহাট জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ স্বাক্ষরিত দীর্ঘ ১৭ বছরে ৩ মাস পর কারো সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই সিনিয়র এবং ত্যাগী নেতাদের বাদ দিয়ে গত ১২ জানুয়ারি ২১ সদস্য বিশিষ্ট মোংলা পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পদবঞ্চিত নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ দাবি করেন, বিবাহিত, অছাত্র, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের নিয়ে গঠন করা হয়েছে ছাত্রদলের কমিটি। মূল্যায়ন পাননি ত্যাগী নেতারা। সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, সদ্যঘোষিত আহ্বায়ক কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম শুভ বিবাহিত ও মাদকাসক্ত। এদের মধ্যে কেউ কেউ আবার চাকরিজীবী। আবার অনেকেরই এখন আর ছাত্রত্ব নেই। দলটির কোনো কমিটিতেই বিগত দিন এরা ছিলেন না। ছাত্রদলের গঠনতন্ত্র ভঙ্গ করা হয়েছেও বলে দাবী করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে পৌর ছাত্রদলের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি ঘোষণা দিয়ে কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। একইসঙ্গে কমিটির আহবায়ক বিবাহিত ও নেশাগ্রস্ত জাহিদুল ইসলাম শুভকে এবং সদস্য সচিব করা মীর সাগরকে বাতিল করে মামলা-হামলার শিকার হওয়া ও দলটির ত্যাগী নেতাদের দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যানদের মধ্যে ছাত্রদলের পদপ্রত্যাশী ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিফাত সিদ্দিকি,মোঃ রাসেল খাঁন, নাজমুল সাকিব, আবু সাঈদ কামাল, ইমরান হোসেন, আল আমিন গোলদার, সদস্য সাইফুল রহমান সাব্বির, মহসিন ভুইয়া, সজিব নিকারী, মোঃ মুরাদ মৃধা সাগর, মিজানুর রহমান, মোঃ মমিনুল ইসলাম ও মোঃ শাকিল হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং প্রেস বিঙ্গপ্তিতে সাক্ষর করেন। নব ঘোষিত পৌর শাখার আহবায়ক জাহিদুল ইসলাম শুভর কাছে হাতে থাকা বিদেশী মদের বোতলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোংলার রাজনীতিতে প্রতিহিংসা চলে, সাবেক ছাত্রদলের কিছু সিনিয়র নেতাদের গ্রুপিং চলমান। আসলে আমি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতী করি এটা সবাই ভুলে গেছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এবিষয় বাগেরহাট জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ (০১৭১৬০৫৪৪০৩) ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ (০১৬৮২২৬২৬২৬) কে একাধিকবার ফোন দিলেও ফোন ধরেননি। প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি বাগেরহাট জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ স্বাক্ষরিত ২১ সদস্যবিশিষ্ট মোংলা পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সদ্যঘোষিত আহ্বায়ক কমিটির সভাপতি করা হয়েছে জাহিদুল ইসলাম শুভকে এবং সদস্য সচিব করা হয়েছে মীর সাগরকে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি