বায়জিদ হোসেন, মোংলাঃ
বাগেরহাটের মোংলায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে গত ২ ফেব্রুয়ারী ইসলাম ধর্ম গ্রহণ করেন পূর্বের নাম অলক সরকার (৪৬) বর্তমান নব মুসলিম নাম দিয়েছেন মোঃ আব্দুল্লাহ। তিনি ইসলাম ধর্ম গ্রহণ পরে তিন দিনের জন্য তাবলীগে যোগদান করেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আব্দুল্লাহ বর্তমানে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জয়মনির ঘোলর। এলাকায় একা বসাবস করেন নিজের পরিবার ছাড়াই। এই নব মুসলিমের স্ত্রী ১৬ বছর আগে মারা জান। স্ত্রী মারা যাওয়ার আগে দুইটি মেয়ে রেখে যান। প্রায় দুই বছর হলো জয়মনি ঠোঁটায় বসাবস করেন এই নব মুসলিম। বর্তমানে তার মেয়ে দুইটি কাকা দাদার কাছে থাকেন। ইসলাম ধর্ম গ্রহণের বিষয় জানতে চাইলে নব মুসলিম মোঃ আব্দুল্লাহ বলেন” নাস্তিক হয়ে বাঁচতে চাই না ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টা থানা চেয়ারম্যান মেম্বার সবাই জানেন আমি আমার নিজের ইচ্ছেতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার সকল কাগজ পাতি আছে। অলক সরকার বর্তমান নাম মোঃ আব্দুল্লাহ তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ কাকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। তিনি আরও বলেন, ছোট কাল থেকেই আমার ইসলাম ধর্ম ভালো লাগতো আমি মুসলিম মানুষের সাথে চলাফেরা বেশি করতাম হঠাৎ করেই আমি ইসলাম ধর্ম অনুসরণ করা শুরু করি এবং ইসলাম ধর্ম গ্রহণ করি সবাই আমার জন্য দোয়া করবেন। স্থানীয় ইউপি সদস্য মোঃ নাজমুল হাওলাদার বলেন” শুনেছি জয়মনির ঠোঁটায় ‘অলক’ নামে একজন মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কথা। এক প্রশ্নের জবাবে নব মুসলিম মোঃ আব্দুল্লাহ বলেন, ১৬ বছর আগে আমার স্ত্রী লিভার ক্যান্সরে আক্রান্ত হয়ে মারা যান। আমার সব টাকা পয়সা তার পিছনে খরচ করেও তাকে বাঁচাতে পারি নাই।
Leave a Reply