1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
মৌলভীবাজার প্রেসক্লাবে কম্পিউটারসহ আসবাবপত্র প্রদান - dainikbijoyerbani.com
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
ad

মৌলভীবাজার প্রেসক্লাবে কম্পিউটারসহ আসবাবপত্র প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৯৮ Time View

সেলিম আহমেদ,

কুলাউড়া উপজেলা প্রতিনিধি

 

মৌলভীবাজার প্রেসক্লাবে কম্পিউটারসহ আসবাবপত্র প্রদান করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

আসবাবপত্রর মধ্যে রয়েছে, একটি কোর-আইফাইভ সেভেন জেনারেশন ডেক্সটপ কম্পিউটার সেট, একটি ফাইল ক্যাবিনেট, পাঁচটি উন্নতমানের টেবিল ক্লথ ও ২৪ টি চেয়ার।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ উপহার প্রদান অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, এ জিনিসগুলো সাংবাদিকদের প্রয়োজন এজন্য দিয়েছি। যা দিয়েছি তা খুব সামান্য। আগামীতে প্রেসক্লাব ও সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা করবো। এসময় প্রেসক্লাবের আধুনিক ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান নেছার আহমদ এমপি।

তিনি আরো বলেন, দেশে করোনা মহামারি চলছে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এ জন্য সবাই সরকারের নিয়ম নীতিসহ স্বাস্থ্যবিধি মেনে চলবেন এই অনুরোধ করছি।

প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি এড. রাধা পদ দেব সজল, বাসস প্রতিনিধি সাদিক আহমদ, বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সরোয়ার আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, মানবজমিন জেলা প্রতিনিধি মাসুদ আহমদ, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সহ সভাপতি অশোক কুমার দাশ, বিটিভির জেলা প্রতিনিধি ও আইনিউজডটনিউজের সম্পাদকসহ প্রেসক্লাবের সদস্যরা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি