1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত - dainikbijoyerbani.com
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
ad

মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১০৮ Time View

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা পদকপ্রাপ্ত ও গণপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, অস্বচ্ছলদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও আজিজুর রহমানের উপর প্রকাশিত সংকলন ‘জীবন পাঠ’ গ্রন্থের মোড়ক উন্মোচন।

অদ্য ১৯ আগস্ট বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ অনুসারী হিসাবে আজিজুর রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। মরহুম আজিজুর রহমানের শিক্ষা নিজের জীবনে কাজে লাগিয়ে এতদূর এসেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে তার মতো নিরহংকার ও সৎ জীবন গড়তে হবে। জীবনের যেকোনো সংকটে অবিচলিত থেকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।

এদিকে গতকাল বুধবার জেলা পরিষদের উদ্যোগে আজিজুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি