মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:-
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রুনা বেগম(১৮) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (৩০ জুন) রাত আনুমানিক ২টায় উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লাংলিয়া গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে রুনা বেগম প্রেমের জেরে গলায় ওড়না পেচিয়ে বসতঘরের তিরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পরিবার সূত্রে জানা যায়, রুনা ছোট থাকাকালীন মা বাবা মারা যান, পরবর্তিতে বড় বোন হেনা বেগমের কাছে সে বড় হয়। রুনা বেগম মোবাইল ফোনে রানা নামে এক ব্যক্তির সাথে নিয়মিত আলাপ করে আসছিলো, ঘটনার আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় রানা নামের ব্যক্তিটি তাদের বাড়িতে রুনার সাথে দেখা করার জন্য আসে।
বড় বোন হেনা ছোট বোনকে বুঝিয়ে বলেছে যে, বড় ভাইকে বিয়ে দিয়েই তোর বিয়ে দিবো। এই বিষয় নিয়ে রাতে কথা বার্তা হয়, পরে খানাপিনা শেষে সবাই ঘুমিয়ে পড়লে তাদের অগোচরেই রুনা রাত ২ টার সময় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে।
বড় বোন হেনা বেগম রুনার লিখা একটি ডাইরি দেখান। যেটাতে একটি পৃষ্ঠায় লেখা আছে-“জীবনটা অনেক কষ্টের, তাকে নিয়েও স্বপ্ন দেখা শিখেছি, আজ এতটায় একা যে কারো কাছে কিছু বলতে পারিনা কি এমন জীবন, আমার কিছুই বুঝতে পারতেছি না, i hate life, । তার ডাইরিতে সেই অংশে এই কথা লিখা পাওয়া যায়।
এব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘঠনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌছায় এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আমরা লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি।
Leave a Reply