মোঃ জাকির হোসেন ,( মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের, কুলাউড়া উপজেলার দোয়ালগ্রামেন কাতার প্রবাসী আব্দুস সামাদের বাড়ীর জায়গা থেকে জোর পূর্বক মাটি কেটে নেওয়া সহ জায়গা দখলের চেষ্টার অভিযোগে কুলাউড়া থানায় ৭ জনের বিরুদ্ধে মাটিকাটা সহ হুমকির অভিযোগ করা হয়েছে।
মামলা সরেজমিন কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দোয়ালগ্রাম এলাকায় গেলে অনেকে জানান দীর্ঘ দিন থেকে সুরুজ আলী ও তার ছেলেদের বাড়ির জায়গা কুলাউড়ার ধামুলী মৌজা ১১৮ জে এল নং ৩২৯ ও ৪৩২ খতিয়ানের ৪৩৬ দাগের বাড়ির জায়গা থেকে দোয়াল গ্রামের আছকির আলীর ছেলে শফিক মিয়া ছেলে শফিক মিয়া (৪৫) নজিব আলীর ছেলে ইসরাব আলী,( ২৮) ওয়াছির আলী( ২৮)শফিক মিয়ার ছেলে শাহাব উদ্দিন( ২২)ছায়াদ আলীর ছেলে নাসির মিয়া (২২) ছয়ফুল মিয়া সহ দুই নারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়ে। তারা দীর্ঘ দিন থেকে কাতার প্রবাসী আব্দুস সামাদ ও তার পিতা মোঃ সুরুজ আলীর জায়গা দখল করার চেষ্টা সহ তাদের জায়গা থেকে জোর পূর্বক মাটি কাটার অভিযোগ রয়েছে বিবাদী পক্ষের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বর অভিযোগ করা হয়। জানা যায় কাতার প্রবাসী ও তার পিতা
সুরুজ আলীর বাড়ির জায়গা টিলা ভুমি থেকে জোর পূর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন অভিযোগ করা হলে স্থানীয় তসিলদার রকিব গঠনাস্থলে আসেন এবং কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমিকে বিষয়টি অবগত করা হয় বলে জানান তসিলদার রকিব।
এব্যাপারে মামলার বিবাদী ওয়াছির আলী মুঠোফোনে জানান আমাদের এখানে ১২ শতক জায়গা রয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন ও জনপ্রতিনিধি সহ পঞ্চায়েতের লোকজন বসে যে সিদ্ধান্ত আমরা মেনে নিবো।
স্থানীয় ইউ পি সদস্য আব্দুল কাদির মুঠোফোনে জানান শফিকরা কয়েকটি পরিবার এখানে বসবাস করছে শফিকরা মনে করেছিলো এটা সরকারী খাস ভুমি এখন জানতে পেরেছে এজায়গা সুরুজ আলীর রেকডিও জায়গা স্থানীয় ভাবে বসার ব্যাবস্থা করা হলে এটা সমাধান হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এ এস আই নজমুল ইসলাম জানান তদন্তের কাজ চলছে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply