রাঙামাটিতে অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসনের ইফতার সামগ্রী বিতরণ
।।মাহাদী বিন সুলতান।।
করোনা (কোভিড-১৯) মোকাবেলায় লকডাউনের থেকে কর্মহীন অসহায় হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
বুধবার (৫এপ্রিল) বিকালে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর উদ্যোগে শহরের মহাসিন কলোনি এলাকায় ৪০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ বোরহান উদ্দিন মিঠু ও এসি ল্যান্ড বাঘাইছড়ি মোঃ একেএম আবু নওশাদ।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় হিলফুল ফুজুল ফোরকানিয়া মাদ্রাসার অর্থ সম্পাদক হাজি নুরুল কবির, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বদিউল আলম, হিলফুল ফুজুল তরুন সংঘের সাবেক সিনিয়র সভাপতি সাংবাদিক ইয়াছিন রানা, হিলফুল ফুজুল ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী প্রমূখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে শহরের বিভিন্ন এলাকার ১০০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসব ইফতার সামগ্রীর মধ্যে চাল, ডাল, পেয়াঁজ, ছোলা, নুডুলস ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে।
Leave a Reply