রাণীশংকৈলে কালের কণ্ঠ শুভসংঘের শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা শুভসংঘের উদ্যোগে ২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে পৌর শহরের বন্দরে কম্বল ও মাস্ক বিতরণ করা হয় ।
“শুভ কাজে সবার পাশে” এই স্লোগানকে সামনে রেখে কালের কন্ঠ শুভসংঘ বন্ধুদের সহায়তায় আয়োজিত কম্বল ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও আবু সুফিয়ান প্রমুখ ।
এছাড়াও প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শুভ সংঘের সভাপতি উপাধ্যক্ষ মহাদেব বসাক, প্রেস ক্লাব পুরাতন”র সভাপতি কুসমত আলী ও সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পি ,ডেইলি সান প্রতিনিধি হুমায়ুন কবির দৈনিক দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, ও দৈনিক গনকন্ঠ প্রতিনিধি মাহবুব আলমসহ শুভ সংঘের বিভিন্ন সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত এ কার্যক্রমের আওতায় ২০০ জন বয়স্ক ও অসহায় নারী পুরুষদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয় ।
Leave a Reply