মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর প্রতিনিধি
গত ১৮/১০/২০২১ তারিখ রায়পুর উপজেলার ০৫ নং চরপাতা ইসহাকীয়া মৈত্রী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজিং করার (নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে আপত্তিকর কথা বলা বা অঙ্গভঙ্গি করা) অপরাধে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাবরীন চৌধুরী। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন জনাব আব্দুল জলিল, অফিসার ইনচার্জ, রায়পুর থানা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব এ.কে.এম সাইফুল হক এর প্রসিকিউশন অনুযায়ী স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক, ভিকটিম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাক্ষ্য ও উপস্থিতিতে অভিযুক্ত রাজিব হোসেনের স্বীকারোক্তির প্রেক্ষিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাবরীন চৌধুরী আরো বলেন । জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply