সোহেল রানাঃ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন ০৪নং চাকিরপশার ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের খুলিয়াতারী ও পীরমামুদ মৌজার বসুনিয়াপাড়ার মোড় থেকে তালুক আষাঢ়ু হতে ফুঁলখা চাকলা ও সাকোয়া গামী যাওয়ার রাস্তাটির বেহাল দশা।
বসুনিয়াপাড়া মোড় থেকে তালুক আষাঢ়ু মোড় পর্যন্ত রাস্তাটি পাকা করার কথা থাকলে আজ প্রর্যন্ত রাস্তাটুকু অদ্যাবধি সংস্কার করা হয়নি।ফলে সামান্য বৃষ্টিতেই যে অবস্থার সৃষ্টি হয় তাতে যানবাহন তো দুরের কথা,খালি পায়ে চলাচল করাই অসম্ভব। কিছু লোক দেখানো সংস্কার দুর্ভোগ আরো বাড়িয়ে দেয়।
বসবাসকারী মানুষের একমাত্র রাস্তা দীর্ঘ দিন যাবত বেহাল অবস্থা থাকায় স্হানীয় বাসিন্দা গুলো তাদের নিজ যাতায়াতের রাস্তার মধ্যে আমন ধানের চারা রোপণ করছেন।
উক্ত এলাকার স্হানীয় বসবাসকারীদের এই বেহাল অবস্থার রাস্তা নিয়ে জিজ্ঞেস করলে তারা জানান যে, বিগত অনেক বছর যাবত আমরা এই রাস্তা নিয়ে ভোগান্তির মধ্যে রয়েছি। বৃষ্টি বাদল মৌসুমে হালকা বৃষ্টি হলেই,এই রাস্তা দিয়ে কোন রকমের ছোট কিংবা বড় যানবাহন চলাচল করতে পারে না।এমন কি আমরা নিজেরাও চলাচল করতে পারছি না ও দৈনন্দিন ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।রাস্তাটি চাকিরপশার ইউনিয়ন এর মেইন রাস্তা থেকে ০৬নং ওয়ার্ডের পীরমামুদ গ্রাম হয়ে বসুনিয়াপাড়া,তালুক আষাঢ়ু,ফুঁলখা চাকলা ও সাকোয়া নাককাটিরহাট যাওয়ার একমাত্র রাস্তার বেহাল দশা এবং গ্রামটি মূল রাস্তা হিসেবে রয়েছে এটি।
এবিষয়ে জনপ্রতিনিধি ও ওয়ার্ড সদস্যদের কোন প্রকার সারা পাওয়া যাচ্ছে না বলে জানান এলাকাবাসী।
ইউনিয়ন পরিষদ গামী একমাত্র রাস্তাটির এই বেহাল দশা দেখেও না দেখার ভান করে চলছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম মহোদয় এর নিকট আবেদন
ইউনিয়নবাসীর প্রানের দাবি রাস্তাটি যেন অতি শীঘ্রই সংস্কার করা হয়।
Leave a Reply