আশরাফুল ইসলাম সবুজ
নরসিংদী জেলা প্রতিনিধি:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, কোভিট -১৯ মোকাবেলায় লকডাউনে ক্ষতিগ্রস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ৯৮৫ জনকে ৯,৮৫০মেট্রিক টন চাল সুবিধাভোগীর পরিবারের মাঝে ১০কেজী করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণী কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার উপ-সহকারী কবির হোসেন। এর আগে ভিডিও কলে মাধ্যমে ভিজিএফ এর চাল বিতারণী অনুষ্ঠানে খোঁজখবর দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন।
চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার এর সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণী কার্যক্রম শুরু হয়েছে।
চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা লগ্ন কাল থেকেই সার্বিকভাবে অসহায় পরিবারের মাঝে অনুদান দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজ চর আড়ালিয়া ইউনিয়নের ৯৮৫ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের কে নিয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে এ কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমাদের সকল কার্যক্রম উপজেলা নির্বাহি কর্মকর্তা নির্দেশ মোতাবেক পরিচালিত হচ্ছে এবং রাজিউদ্দিন আহমেদ রাজু সাহেবের কথামতো কার্যক্রম পরিচালনা করছি। ইউনিয়নবাসীর খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে জীবনবাঁজি রেখে কাজ করে যাচ্ছি। আগামীদিনে চর আড়ালিয়া ইউনিয়নকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করতে শেষবিন্দু দিয়ে হলেও কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সচিব আসাদ মিয়া, ১নং ওয়ার্ডের সদস্য জালাল মেম্বার,২নং ওয়ার্ডের সদস্য রনি মেম্বার, ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ হায়দার আলী মেম্বার, ৪নং ওয়ার্ডের সদস্য আনোয়ার মেম্বার, ৫ নং ওয়ার্ডের সদস্য মাজু মেম্বার, মুহসিন মেম্বার, শাহিন মিয়া, দুলাল মিয়া, বাবুল মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য সাকেতারাসহ ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply