রুসাদ ফুটবল একাদশ
৬-৪ গোলে সুপার বয়েস নীল দলকে হারায়।
বগুড়া প্রতিনিধিঃ
মোঃ জহুরুল ইসলাম সৈকত
২ফেব্রয়ারি (বুধবার) বিকেলে বগুড়া সদরের আলামিন ক্রীড়া চক্রের আয়োজনে নুনগোলা ডিগ্রি কলেজ মাঠে লাকি সেভেন ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়াটার সেমিফাইনালে খেলায় বগুড়া কাটনালপাড়া সুপার বয়েস নীল দলকে ৬-৪ গোলে হারিয়ে রুসাদ ফুটবল একাদশ সেমিফাইনালে । উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার।
খোলায় প্রথমার্ধে সুপার বয়েস নীলদল ৩টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় দ্বিতীয়ার্ধে ৪মিনিটের মাথা আরও একটি গোল করে দলের পক্ষে গোলের সংখ্যা দাড়ায় ৪-০
বদলি খেলোয়াড় হিসাবে রুসাদ ফুটবল একাদশের পক্ষে নামেন ময়েন।
ময়েন রুসাদ ফুটবল একাদশ পক্ষে একাই চারটি গোল করে এবং দলিও অধিনায়ক জনি একটি জিহাদ একটি গোল করে ৬-৪ গোলে সুপার বয়েস ক্লাব কে হারিয়ে রুসাদ ফুটবল একাদশ সেমিফাইনাল খেলার টিকেট নিশ্চিত করেন।
উক্ত খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় রুসাদ ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় ময়েন।
সেরা খেলোয়াড় ময়েনের হাতে পুরস্কার তুলে দেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার,
খেলা পরিচালনা করেন রুস্তম আলি তাকে সহযোগিতা করেন মশিউর রহমন ও শয়ন। ।
Leave a Reply